শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ১১:১৯ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিন পেলেন হিরো আলম

বিনোদন প্রতিবেদক : সামাজিক মাধ্যমে হুট করেই ভাইরাল হওয়া হিরো আলম সম্প্রতি স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় গ্রেফতার হয়েছিলেন। বেশকিছুদিন কারাবাসে থাকার পর আজ বৃহস্পতিবার জামিনে মুক্ত হন তিনি।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার হিরো আলমের জামিন মঞ্জুর করেন। জামিন আবেদন শুনানিকালে হিরো আলমকে আদালতে হাজির করা হয়। এসময় তার স্ত্রী সুমি বেগমও আদালতে উপস্থিত ছিলেন।

স্ত্রীকে পেটানোর দায়ে করা মামলায় গত ৬ মার্চ হিরো আলমকে পুলিশ গ্রেফতার করে। এরপর ২৫ মার্চ হিরো আলমের জামিন শুনানিকালে বাদী তার শ্বশুর মামলা আপোষ করেছে মর্মে আদালতকে জানায়। এ সময় হিরো আলমের স্ত্রী সুমি বেগম আদালতে উপস্থিত থেকে স্বামীর জামিন প্রার্থনা করেন।

আদালত সেসময় তাদের বক্তব্য শুনে মামলার বাদী ও হিরো আলমের স্ত্রীকে ভৎসনা করেন। পরে আদালত হিরো আলমের জামিন না মঞ্জুর করে ১৮ এপ্রিল হিরো আলমকে আদালতে হাজির করার নির্দেশ দেন।

এ বিষয়ে হিরো আলমের আইনজীবী মাসুদার রহমান স্বপন বলেন, ‘হিরো আলমের জামিন শুনানিকালে তার স্ত্রী কোনো আপত্তি জানায়নি। বরং আদালতকে বলেছেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলা করেছেন। এখন তিনি তার স্ত্রী তার সাথে আপোষ করে সংসার করার কথা বলেছেন।

তিনি আরও বলেন, আদালতে হিরো আলম উপস্থিত থাকলেও তার কোনো বক্তব্য আদালত শোনেননি।

উল্লেথখ্য, হিরো আলম সামাজিক মাধ্যমে মিউজিক ভিডিও বানিয়ে আলোচনায় আসেন। এরপর একটি সিনেমাতেও অভিনয় করেন। পাশাপাশি দেশ ও দেশের বাহিরে বেশকিছু শো করেছেন তিনি। এরপর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বেশ আলোচনার সৃষ্টি করে। এরপরই স্ত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয় হিরো আলমকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়