শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৯:১৯ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় চতুর্থ বৃহত্তম জনগোষ্ঠী হবে বাংলাদেশীরা, প্রশ্নোত্তর পর্বে ড. মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ২০ লাখ বাংলাদেশী কাজ করছে। খুব দ্রুতই তারা মালয়েশিয়ায় মালয়, চীনা ও ভারতীয়দের পর চতুর্থ বৃহত্তম জনগোষ্ঠীতে পরিণত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। গত শনিবার দেশটির পারদানা লিডারশিপ ফাউন্ডেশনে তরুণদের সঙ্গে সরাসরি এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর দ্য স্টার অনলাইন।

তিনি আরো বলেন, যদি স্থানীয় অধিবাসীরা তাদের কর্মক্ষেত্রগুলোতে কাজ করা থেকে বিরত থাকা অব্যাহত রাখে তাহলে বিদেশী শ্রমিকরা দ্রুতই মালয়েশিয়ার চতুর্থ শক্তিতে পরিণত হবে। কারণ স্থানীয়রা কাজ না করলে তো অন্যদের আসতেই হবে।

ড. মাহাথির বলেন, সবকিছু দেখে মনে হচ্ছে, সেই ব্রিটিশ সময়ের দিকে আমরা চলে যাচ্ছি। তখন স্থানীয়রা রবার স্টেটে ও মাইন খনিতে কাজ করতে না চাওয়ায় ব্রিটিশরা ভারত ও চীন থেকে অন্যদের নিয়ে আসতো। যদি স্থানীয়রা কাজ না করে তাহলে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হবে।

উপস্থিত জনতাকে উদ্দেশ করে তিনি আরো বলেন, মালয়শিয়ানদের মনের পরিবর্তন ঘটাতে হবে। যাতে তারা সরকারের ওপর নির্ভরশীল না হয়ে নিজেরাই স্বয়ংসম্পন্ন হন। কারণ তিনি মনে করেন, আর্থিক সাহায্য মানুষকে দুর্বল করে দেয়।

ড. মাহথির তরুণদের উদ্দেশে বলেন, আমাদের সঠিক মূল পরিমাপ করার প্রয়োজন। শৃঙ্খলা আর কঠোর পরিশ্রমের ফলেই আমরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারি। আমাদেরকে ফের ইংরেজি ভাষায় গণিত ও বিজ্ঞান শেখার প্রবর্তনের জরুরি হয়ে পড়েছে। মালয়েশিয়ানরা বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষজ্ঞ হয়ে উঠতে পারে। আমাদের অবস্থা এমন হয়েছে যে, জাতীয় নিরাপত্তার জন্য অস্ত্রের উন্নয়ন করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিও নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়