শিরোনাম
◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৯:১১ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল ব্যক্তিগত গ্রাহকের নামে দেয়ার অভিযোগ

নুর নাহার : হবিগঞ্জে ভুতুড়ে বিলের পাশাপাশি অকারণে সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ ওঠেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বকেয়া বিল তাদের নামে পাঠিয়ে দিচ্ছে বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মী। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। চ্যানেল ২৪

এক ভুক্তভোগী বলেন, গত মাসে দেয়া হয়েছে ৩৭০০ বিল। আর এ মাসে পেয়েছি প্রায় ৪৫০০ টাকার বিল। যেখানে আমার মিটারই নেই সেখানে দুইটা বিল কোথা থেকে দিলো বোধগম্য হচ্ছে না। হবিগঞ্জ শহর ও আশপাশের এলাকায় শুধু ভুতুড়ে বিলই নয়, কারণে অকারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নরও অভিযোগ রয়েছে। এ অঞ্চলের বিদ্যুৎ গ্রাহক আছে প্রায় ৩১ হাজার।
স্থানীয়রা বলেন, যাদের কাছে লক্ষ লক্ষ টাকা পায় তাদের কিছু করতে পারে না।

হবিগঞ্জের সুজনের সাধারণ সম্পাদক অ্যাড. ত্রিলোক কান্তি চৌধুরী বলেন, কয়েক হাজার টম টম চল্ েতাদের প্রতিদিন রাতে ব্যাটারি চার্জ হচ্ছে। কিন্তু সেটার ব্যাপারে কোনো বিল দিতে হয় না। সেটি বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করোই তাদের বিল দেয়া হয়ে যায়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বীরেশ^র সাহা বলেন, আমরা তাদের বলেছি যে, আবেদন করার জন্য। একটি কমিটি গঠন করবো এবং যদি কেউ এতে যুক্ত থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়