শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৭:৩৬ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থ্রি-ডি চশমা নিয়ে টুইট করে শাস্তি না পেয়ে বিশ্বকাপে স্ট্যাান্ডবাই আছেন রায়ডু

স্পোর্টস ডেস্ক: গত ১৫ এপ্রিল সোমবার ঘোষিত ভারতের ১৫ সদস্যর বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদের উদ্দেশে ব্যঙ্গাত্মক টুইট করে বেশ সোরগোল ফেলে দিয়েছিলেন ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান আম্বাতি রায়ডু। সেই টুইটের প্রেক্ষিতে রায়ডুর প্রতি অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ডানহাতি এই ব্যাটসম্যানের ভাগ্য সুপ্রসন্ন বলতেই হবে, বিশ্বকাপ দলে স্ট্যান্ডবাই থাকাতেই আপাতত পড়তে হচ্ছে না শাস্তির মুখে।

২০১৩ সালে ওয়ানডে অভিষেক হয়েছিল ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের। ২০১৮ সালের আইপিএলে দারুণ পারফরম করে ভারতীয় দলে বিরতি শেষ করে ফিরেছিলেন। গেলবছরে এশিয়া কাপে পারফর্ম করা রায়ডু উইন্ডিজদের বিপক্ষে সেঞ্চুরি সহ ঘরের মাঠে দারুণ এক সিরিজ কাটান। অধিনায়ক ভিরাট কোহলি তখন বলেছিলেন চার নম্বরের জন্য রায়ডুই সম্ভাব্য সেরা অপশন।

তবে সদ্য শেষ হওয়া অজিদের বিপক্ষে সিরিজে পারফরম করতে না পেরে বাদ পড়েন রায়ডু। চলতি আইপিএলেও রানের মধ্যে নেই এই ডানহাতি ব্যাটসম্যান। বিশ্বকাপ স্কোয়াডের ১৫ সদস্যের দলে বিবেচিত হননি তিনি।

স্কোয়াডে সুযোগ না পেয়ে নিজের ক্ষোভ অভিনব উপায়ে ঝেড়েছিলেন রায়ডু। নিজের টুইটার আইডিতে লিখেছেন- ‘বিশ্বকাপ দেখার জন্য নতুন থ্রিডি চশমা অর্ডার করেছি’। এমএসকে প্রসাদের বিজয় শঙ্করকে থ্রিডি প্লেয়ার বলাতেই যে রায়ডু এমন টুইট করেছেন তা কারো বুঝতে বাকি ছিলো না।

রাইডুর এই টুইটের পর অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। তবে বাদ পরার হতাশা ও বিশ্বকাপ চলাকালীন কোনো খেলোয়াড় চোট পেলে রায়ডু ভায়তীয় বোর্ডের ভাবনাতে বেশ ভালোভাবে বিবেচনায় আছেন জন্য আপাতত সহনশীল আচরণ দেখাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।

এই প্রসঙ্গে নাম প্রকাশ করতে না চেয়ে বিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা রায়ডুর টুইট দেখেছি। তবে সবাইকে বুঝতে হবে, দল ঘোষণার পর নিজের নাম না দেখে ও আবেগপ্রবণ হয়ে পড়েছিলো। হতাশা আসতেই পারে, মাত্রা না ছাড়িয়ে হতাশা প্রকাশ করার উপায় জানতে হবে আপনাকে। ওর এই হতাশা দূর হতে কিছুটা সময় লাগবে, আমরা সেইটা বুঝতে পারছি। আপতত রায়ডুকে শাস্তি দেওয়ার পথে হাঁটতে চাচ্ছি না আমরা। সে আমাদের বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাই তালিকায় রয়েছে, কেউ ইনজুরিতে পড়লে দলভুক্ত হবে।’ -ক্রিকেট৯৭

  • সর্বশেষ
  • জনপ্রিয়