শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৭:১১ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় বিদ্যালয়ের কক্ষ দখল করে পুলিশ ক্যাম্প, দুর্ভোগে শিক্ষার্থীরা

নুর নাহার : লেখাপড়ার মান ভালো। তাই প্রতিবছরই নতুন শিক্ষার্থী ভর্তি হয় কুষ্টিয়ার কুমারখালি কয়া মাধ্যমিক বিদ্যালয়ে। তবে প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত কক্ষ নেই। তাই ঘিঞ্জি পরিবেশে পাঠ নিতে হয় শিক্ষার্থীদের। লাইব্রেরী, ক্যান্টিন সংকট তো রয়েছেই। যমুনা টিভি

শিক্ষার্থীরা বলেন, আমাদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসা তিনটি  গ্পেরু যে আলাদা কক্ষ থাকা দরকার তা নেই। লাইব্রেরী নেই যার ফলে নির্দিষ্ট সময়ে আমরা পড়ার সুযোগ পাই না। ৫-৬ জন করে একটি টেবিলে বসতে হয়। তখন অনেক অসুবিধা হয় লিখতে।
এলাকার স্বার্থে এক যুগ আগেই এই স্কুলের রুম দখল করে গড়ে ওঠে পুলিশ ক্যাম্প। সাময়িক ক্যাম্প স্থাপনের কথা বলা হলেও স্থানান্তরের কোনো পদক্ষেপ নেই বলে জানান বিদ্যালয় প্রধান।

কয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক এবিএম বদিউজ্জামান বলেন, একটি ভবন অর্থাৎ ৫ টি কক্ষ স্থায়ী পুলিশ ক্যাম্প হিসেবে ব্যবহার হচ্ছে। বিদ্যালয়ের ক্ষতি হচ্ছে।  অভিযোগের সত্যতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আসলাম হোসেন।

তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা। এটি অনির্দিষ্ট কালের জন্য ব্যবহার করা উচিত নয়। হয়তো কোনো জরুরি কাজের জন্য কিছু দিন ব্যবহার করা যেতে পারে। আমি তাদের অনুরোধ করবো এটি তাড়াতাড়ি সরিয়ে নেয়ার জন্য।
১৯৬৫ সালে স্থাপিত এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫০০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়