শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৪:২৬ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবিতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ, ‘দুইটা টাকা দেন, ক্লাসরুম কিনবো’

জাবি প্রতিনিধি : ক্লাসরুম সংকটে অতিষ্ট হয়ে ক্লাসরুমের দাবিতে প্রতীকী ভিক্ষা করতে বসলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের কয়েকজন শিক্ষার্থী। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের চারতলায় এ ঘটনা ঘটে।

অস্থায়ীভাবে নির্ধারিত ক্লাসরুমে একই বিভাগের স্নাতকোত্তর (৪৩তম ব্যাচ) শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস করায় নির্ধারিত সময়ে ক্লাস করতে না পেরে এ অভিনব প্রতিবাদ করেছেন তৃতীয় বর্ষের (৪৬ তম ব্যাচ) শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, নিয়মিতই তাদের এ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। বুধবার দুপুরে ক্লাসের জন্য অপেক্ষা করছিলেন ২০-২৫ জন শিক্ষার্থী। তখন তাদের মধ্যে কয়েকজন কাগজ বিছিয়ে ভিক্ষার জন্য বসে পড়েন। হাতে লেখা কাগজে লেখা ছিল, ‘দুইটা টাকা দেন, ক্লাসরুম কিনবো’।

শিক্ষার্থীরা বলছেন, প্রতিষ্ঠার ৮ বছর পেরিয়ে গেলেও আইন ও বিচার বিভাগ নিজস্ব শ্রেণিকক্ষ পায়নি। কোন ধরনের অবকাঠামোগত সুবিধাও নেই। প্রতিষ্ঠার পর থেকে সমাজ বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের একটি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের একটি শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হতো। পরে জহির রায়হান মিলনায়তনের দোতলায় দুইটি শ্রেণিকক্ষ পান তারা। গত বছরের ১০ জুলাই ভূগোল ও পরিবেশ বিভাগ নিজেদের শ্রেণিকক্ষটি দখলে নিয়েছে।

উপাচার্য় অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নের জন্য প্রায় দেড় হাজার কোটি টাকা একনেকে পাস হয়েছে, যেখানে আইন বিভাগের জন্যও বরাদ্দ আছে। প্রকল্পের কাজ শুরু হলে এই সংকট সমাধান হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়