শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৩:৫৩ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁকা মাঠে গোল দেয়া ছাড়া বিকল্প ছিলো না, বললেন নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি : ১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে বলেছেন, নির্বাচনে বলেছিলাম, খেলা হবে মাঠে, মাঠে থাকেন আপনারা। কিন্তু আপনারা খেলার মাঠ থেকে পালিয়ে গেছেন। এখন কী হবে। ফাঁকা মাঠে আবার গোল দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া বিকল্প ছিলো না আমাদের।

বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মহিষামুড়া চৌরাস্তা বাজারে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির নেতাদের শপথ সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, এখন যে কয়েকজন নির্বাচিত হয়েছেন, পাঁচজন হন আর ছয়জন হন। ওই ছয়জন গিয়ে পার্লামেন্টে কথা বলুন। সরকারের সমালোচনা করেন। ভুল-ত্রুট হলে ধরিয়ে দেন। পার্লামেন্ট যোগদান করে জনগণের কথা বলেন। বাইরে থেকে চক্রান্ত করে লাভ হবে না। পার্লামেন্ট যদি না যান, তবে আপনাদেরই ক্ষতি হবে। ৩০ তারিখের পরে পার্লামেন্টে আপনাদের সদস্য পদ থাকবে না। তাই বলি পার্লামেন্টে এসে জনগণের কথা বলেন, জোর গলায় কথা বলেন, আপনাদের নেত্রীর কথা বলেন।

তিনি বলেন, এক বছর হলো কারাগারে আছেন খালেদা জিয়া। আপনাদের লজ্জা হওয়া উচিত। এক বছর হলো আপনাদের নেত্রী জেলে আছে, আপনারা বের করতে পারলেন না। তাই বলব পার্লামেন্টে এসে কথা বলেন, আপনাদের নেত্রীর কথা বলেন। তা না হলে আপনাদের আমও গেছে, ছালাও যাবে। বিএনপি বলে কোনো দল থাকবে না।

কাজিপুরের রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাইদুল ইসলাম কুড়ানের সভাপতিত্বে এই আলোচনা সভায় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, আবু ইউসুফ সূর্য্য, আব্দুল লতিফ তারিন, জেহাদ আল ইসলাম জেহাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়