শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০১:১৭ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় ধাপে ১১টি রাজ্যে ভোট গ্রহণ চলছে

আব্দুর রাজ্জাক : ভারতের লোকসভার দ্বিতীয় ধাপের নির্বাচনে স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।এ ধাপে ভারতের পার্লামেন্টের ৯৫ জন সদস্য নির্বাচিত হবেন। এই ধাপে ভোট অনুষ্ঠিত হবে ১১টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলে।বাংলা ট্রিবিউন।

ভারতের ১৭ তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের ১ হাজার ৬২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ হবে ১ লাখ ৮১ হাজার ৫২৫টি বুথে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট ১১ এপ্রিল শুরু হয়েছে। সাত ধাপে ভোটগ্রহণ শেষে ২৩ মে ফল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার ভোটাধিকার প্রয়োগ করবেন ১৫ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ৫১৮ জন ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার ৮ কোটি ২ লাখ ৬০ হাজার ৮১৫ জন এবং নারী ভোটার ৭ কোটি ৭৬ লাখ ৭২ হাজার ৫৬৭ জন। এছাড়া অন্তত ১১ হাজার ১৩৬ জন তৃতীয়লিঙ্গের ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এই পর্বে।

১৮ এপ্রিল ত্রিপুরার পূর্ব আসনে ভোট গ্রহণের নির্ধারিত দিন থাকলেও মঙ্গলবার রাতে ভারতের নির্বাচন কমিশন তা পিছিয়ে ২৩ এপ্রিল ধার্য করেছে। ত্রিপুরায় লোকসভার মাত্র দুটি আসন রয়েছে। ত্রিপুরা পশ্চিম আসনের ভোট ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে আসনটিতে ভোটার উপস্থিতি ছিল ৮৩ দশমিক ১ শতাংশ।

তামিল নাড়ুর ভেলোরের লোকসভা আসনের ভোটগ্রহণও স্থগিত করেছে নির্বাচন কমিশন। ভোটারদের ঘুষ দিয়ে প্রভাবিত করার জন্য জমা করা বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের পর এই সিদ্ধান্ত নেয় কমিশন। এই আসনে প্রায় ১৪ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন।

দ্বিতীয় ধাপে আসামের ৫টি, পশ্চিমবঙ্গের ৩টি, উড়িষ্যার ৫টি, বিহারের ৫টি, তামিলনাড়ুর ৩৯টি, কর্ণাটকের ১৪টি, মহারাষ্ট্রের ১০টি, উত্তরপ্রদেশের ৮টি, ছত্তিশগড়ের ৩টি, জম্মু-কাশ্মিরের ২টি, মণিপুর ও পডিচেরির ১ টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের লোকসভা নির্বাচনে ভারতের দুই হাজার রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থীর সংখ্যা প্রায় আট হাজার। লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ৯০ কোটি ভোটার। গতবারের থেকে এবার ভোটার সংখ্যা বেড়েছে প্রায় ৯ শতাংশ। ১৩ কোটি নতুন ভোটার এবার নির্বাচনি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছেন। ১১ এপ্রিল ভোটগ্রহণের প্রথমদিনেই সহিংসতায় একজন নিহত হয়েছেন। এবার ১৯ মে পর্যন্ত মোট সাত দফায় ভোট গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়