শিরোনাম

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৯:১০ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমরা এলআরবি নামেই থাকছি’

নিউজ ডেস্ক : অবশেষে এলআরবির ভক্তদেরই জয় হলো। অনেক নাটকীয়তার পর ভাঙনের হাত থেকে রক্ষা পাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় এই ব্যান্ড। কয়েক দিনের ব্যবধানে দলটিতে নতুন গায়ক বালামের অন্তর্ভুক্তি, আইয়ুব বাচ্চুর পরিবারের আপত্তি ও সম্মতি এবং এলআরবি’র নাম বদলে ফেলার মতো ঘটনা ঘটে!

আবারও এলআরবি নামেই সামনে আসবেন এর পুরনো সদস্যরা। এগিয়ে নিয়ে যাবেন আইয়ুব বাচ্চুর সৃষ্টি ও নাম।

ব্যান্ডটির বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন ম্যানেজার শামীম আহমেদ। তিনি জানান, আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজোয়ারের সর্বশেষ বিবৃতি ও দেশজুড়ে নানা প্রতিক্রিয়াকে আমলে নিয়েছেন তারা। তাই তাদের সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন। বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি নয়, এলআরবি নামেই থাকছেন তারা।

তিনি বলেন, ‘ব্যান্ডের নাম এলআরবি-ই থাকছে। বাচ্চু ভাইর পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে আমাদের সঙ্গে। মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। সেসব কাটিয়ে উঠেছি আমরা। আমাদের অন্যতম সদস্য এলআরবির অন্যতম সদস্য মাসুদ এখন আছেন মেহেরপুরে। তার মা খুব অসুস্থ। তিনি ঢাকায় ফিরে আসার পর ব্যান্ডের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তা সবাইকে জানিয়ে দেবেন। প্রয়োজনে আইয়ুব বাচ্চুর পরিবারের সঙ্গেও তারা বসবেন। শামীম আহমেদ বলেন, ‘আমাদের প্রাথমিক সিদ্ধান্ত হয়ে গেছে। এখন থেকে পরিবারকে বাদ দিয়ে আর কিছুই হবে না। তাদের সঙ্গে আলোচনা করে গুরুত্বপূর্ণ কাজগুলো করা হবে।’এলআরবি নিয়ে আমাদের আরও কিছু প্ল্যান আছে। তবে তার আগে এটুকু নিশ্চিত, আমরা এলআরবি নামেই থাকছি।’

দেশের শীর্ষ ব্যান্ড ‘এলআরবি’র সঙ্গে গত ৫ এপ্রিল যুক্ত হন সংগীতশিল্পী বালাম। তার এই অন্তর্ভুক্তি নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। আইয়ুব বাচ্চুর ভক্তরা কোনওভাবেই দলটির মূল ভোকাল হিসেবে মেনে নিতে পারছেন না বালামকে।

সেই উত্তাপে ঘি ঢেলে দিলো গত ১৪ এপ্রিল মধ্যরাতে সংগীতভিত্তিক টিভি চ্যানেল ‘ব্যান্ডের অভিষেক অনুষ্ঠান। যেখানে জানানো হয়, আইয়ুব বাচ্চুর পরিবারের আপত্তির কারণে এলআরবি নামটি স্থগিত করা হলো! এখন থেকে এলআরবি’র গান পরিবেশিত হবে বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি নামে! তারপরই ফেসবুকজুড়ে উত্তাপ ছড়িয়ে পড়ে।

এলআরবির ভেঙে যাওয়ার খবরটি ভাক্তদের মধ্যে বিরূপ প্রভাব ফেলে। আইয়ুব বাচ্চু ও এলআরবির অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই সিদ্ধান্তের সমালোচনা করেন। তারা ব্যান্ডটিকে ভাঙনের হাত থেকে রক্ষার জন্য এই সিদ্ধান্ত আবারও বিবেচনার আহ্বান জানান। আইয়ুব বাচ্চুর পরিবারকে কঠিন অবস্থান থেকে সরে আসার জন্য অনুরোধ করেন। পাশাপাশি এলআরবির সদস্যদেরও আইয়ুব বাচ্চুর পরিবারকে সঙ্গে নিয়ে ব্যান্ডটি পরিচালনার জন্য অনুরোধ করেন। কিছু ভক্ত ব্যান্ডটির ভাঙন প্রতিরোধের জন্য আইয়ুব বাচ্চুর পরিবার আর এলআরবির সদস্যদের নানা ধরনের হুমকি দেন।

পরিবারের আপত্তি আর এলআরবির নতুন নামকরণের পর গতকাল মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুব। তিনি এখন আছেন কানাডায়। পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায়। তিনি লিখেছেন, ‘আমার বাবা আমার ব্যক্তিগত সম্পত্তি নন। তিনি আমার বোনেরও ব্যক্তিগত সম্পত্তি নন। তিনি বাংলাদেশের জাতীয় সম্পদ। ছিলেন, আছেন এবং থাকবেন। তাঁর গানগুলোর ভেতর দিয়ে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’

(১৬ এপ্রিল) আইয়ুব বাচ্চুর একমাত্র ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব স্পষ্ট ভাষায় জানান, এলআরবি নাম নিয়ে তার ও তার পরিবারের কোনও আপত্তি নেই। ‘এলআরবি অথবা বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি (তারা এখন এই নামে গান করতে চাইছেন) সদস্যদের বলতে চাই, তারা চাইলে এলআরবি নামে গান করতে পারেন। এ নিয়ে আমাদের কোনও বাধা নেই। প্রাথমিকভাবে (গত ৫ এপ্রিল) তারা যেভাবে এলআরবি নামে গান করতে চেয়েছিলেন, সেভাবেই গান-বাজনা চালিয়ে যেতে পারেন। তাদের জন্য শুভকামনা রইলো। আশা করি, তারা সফল হবেন ও বাবার সংগীতকে নিয়ে এগিয়ে যাবেন। আমার চাওয়া, এলআরবি সব সাফল্য অর্জন করবে।’
এমন ঘোষণার পরপরই ব্যান্ডের সদস্যরা তাদের সিদ্ধান্তের পরিবর্তন আনলেন।

সূত্র : সমকাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়