শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৬:৩১ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে সুযোগ না পেয়ে ফেসবুক লাইভে ইমরুলের প্রতিক্রিয়া

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে প্রকাশ্যে হতাশা প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েছেন তাসকিন আহমেদ। তাসকিনের মতো আবেগি না হলেও বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ার হতাশা আছে ইমরুল কায়েসেরও। তবে বিশ্বকাপে বাদপড়ার কারণে অনেকেই ইমরুল কায়েসের ক্যারিয়ারের শেষ দেখছেন।যুগান্তর।

আর এসব হতাশা এবং অবসর নিয়ে ফেসবুক লাইভে এসে খোলামেলা কথা বললেন ইমরুল কায়েস। তার সেই কথাগুলো হুবহু তুলে ধরা হলো-

একটা জিনিস নিয়ে আমি কিছুদিন ধরেই ভাবছি, আমার কিছু বলার প্রয়োজন ছিল। আমি দেখছি নিউজপেপার, অনলাইন পোর্টালগুলোতে একটা জিনিস বারবার ঘুরেফিরে আসছে আমার অবসরের বিষয় নিয়ে।

যদি বিশ্বকাপ দলে সুযোগ না পাই তাহলে হয়তোবা আমি অবসর নিয়ে নেব। সত্যি কথা বলতে আমি এখনও এমন কোনো সিদ্ধান্ত নেইনি এবং কাউকি বলিনি। আমার অনেক ইচ্ছা ছিল বিশ্বকাপ খেলার। তবে অপ্রত্যাশিত হলেও সত্য আমি বিশ্বকাপ দলে নেই। তার মানে এই নয় যে আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে।

আমি চেষ্টা করব নিজেকে ফিট রাখা এবং ফিট থাকতে। আমি আমার কঠোর পরিশ্রম চালিয়ে যাব। আমি বিশ্বাস করি বাংলাদেশ দলকে আরও চার পাঁচ বছর দেয়ার আছে। আমি ওই ভাবেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখি।

আশা করি যখনি আমি সুযোগ পাব, সুযেগা কাজে লাগানোর চেষ্টা করব। আমার জন্য আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি যেন আরও চার পাঁচ বছর সুস্থ থেকে খেলতে পারি।

বিশ্বকাপে বাংলাদেশ দল

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও আবু জায়েদ রাহী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়