শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৪:১৪ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি জিয়া পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, বললেন সামসুজ্জামান দুদু

লিয়ন মীর : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি বেগম জিয়ার পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিএনপি দলীয়ভাবে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চায় না, বিএনপি চায় খালেদার জামিনে মুক্তি।

তিনি অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সরকার কারাগারে বন্দি করে রেখেছে। মিথ্যা মামলায় বেগম জিয়াকে কারাগার থেকে প্যারোলে মুক্তি করাটা দলের জন্য অসম্মানজনক। খালেদা জিয়াকে আইনগতভাবে মুক্তি করার পক্ষে আশা ব্যক্ত করে এই নেতা বলেন, বেগম জিয়ার নামে যে মামলা দিয়েছে এই মামলায় সরকার আদালতে হস্তক্ষেপ না করলেই এমনিতে মুক্ত করা সম্ভব। কিন্তু সরকার আদালতে হস্তক্ষেপ করার কারণে বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব হচ্ছে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির বদলে বিএনপি সংসদে অংশগ্রহণ করবে বলে যে সংবাদ প্রচার হচ্ছে এটা একেবারেই মনগড়া।

এই সংবাদের কোনো ভিত্তি নেই। এ বিষয়ে বিএনপি সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা করছে না। কেননা আমরা আগেই জানিয়ে দিয়েছি এই ভোট ডাকাতির নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। সরকার যদি পুনরায় নির্বাচনের ব্যবস্থা করে তাহলে আমরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারি। কিন্তু বেগম খালেদা জিয়ার মুক্তির বদলে সংসদে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। জিয়া পরিবার যদি বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে উন্নত চিকৎসার জন্য বিদেশে পাঠাতে চায় তাহলে সেই সিদ্ধান্তে আমাদের কোনো দ্বিমত নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়