শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৪:১৩ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপই হলো তারকা হওয়ার বড় মঞ্চ, বললেন তামিম

নিজস্ব প্রতিবেদক : গতকাল ২০১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দল নিয়ে অনেকে অনেক কথা বলছেন। আলোচনা-সমালোচনা চলছে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে। স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটাদের সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল। গত মঙ্গলবার নির্বাচকরা বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। তরুণ ও অভিজ্ঞতার মিশেলে সাজানো হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। পাশাপাশি তিনি বলেছেন বিশ্বকাপে ভালো করতে পারলেই তাকে দেশ মনে রাখবে।

দল ঘোষণার পর থেকেই স্কোয়াডের সদস্যদের পারফর্মেন্স ও দলে থাকার যৌক্তিকতা নিয়ে কাঁটাছেড়া চলছে। তামিম ইকবাল, বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার এর বিপক্ষে।

‘আমার মনে হয় এখন কে থাকা উচিত ছিল বা কে থাকলে ভালো হত, এই আলোচনা না করে যেই ১৫ জনকে দলে নেয়া হয়েছে তাদের পুরোপুরি সমর্থন দেয়া। দিন শেষে এটা বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

‘অমুকের জায়গায় অমুক থাকলে ভালো হত, এমন কিছু করলে হবে কি, যারা সুযোগ পেয়েছে তাঁরা মন ছোট করবে। আমরা চার বছর অপেক্ষা করেছি বিশ্বকাপের জন্য। এখন মন ছোট না করে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা উচিত,’ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বলেছেন তামিম ইকবাল।

বিশ্বকাপের মতন বড় মঞ্চের জন্য দল ঘোষণা করা হলে আলোচনা সমালোচনা হবেই। সব কিছু মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ চিন্তা করেই দল সাজানোর কঠিন কাজটি করতে হয় নির্বাচকদের। কাজটি সহজ নয়, ভক্ত সমর্থকদের মনে করিয়ে দিলেন তামিম।

‘আমার কাছে মনে হয় যেই স্কোয়াডই দেয়া হোক না কেন, যেই প্লেয়ারকেই নেয়া হোক না কেন, সবারই কিছু না কিছু যদি কিন্তু থাকবে। কিছু পছন্দ অপছন্দ থাকবে। এটাই নিয়ম। স্কোয়াড রেডি করা খুব সহজ জিনিস না। অবশ্যই এখানে কিছু প্লেয়ার আছে যারা খুব ভালো পারফর্ম করেছে কিন্তু সুযোগ হয়নি। আবার এমনো প্লেয়ার আছে যারা খুব ভালো করেছে এবং তাদের সুযোগও হয়েছে।‘

  • সর্বশেষ
  • জনপ্রিয়