শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৪:০৭ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রেফতার এড়াতে পেরুর সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যা

আসিফুজ্জামান পৃথিল : নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া। ঘুষ নেওয়ার অভিযোগে নিজ বাড়িতে পুলিশ তাকে গ্রেফতার করতে এলে আত্মহত্যা করে তিনি। বিবিসি, সিএনএন

পুলিশ ঘটনার সঙ্গে সঙ্গেই গার্সিয়াকে রাজধানী লিমার এক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। বর্তমান প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার সমর্থকরা ঘটনা প্রকাশের পরপরই হাসপাতালের সামনে ভীর করে। সেসময় পুলিশ তাদের ঘিরে রাখে।

গার্সিয়ার বিরুদ্ধে ব্রাজিলিয়ান নির্মান কোম্পানি ওদেব্রেচ এর কাছে ঘুষ নেওয়ার অভিযোগ ছিলো। তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছেন। এই অভিযোগে গ্রেফতার করতেই পুলিশ তার বাসায় গিয়েছিলো।

পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস মোরান জানিয়েছেন, পুলিশ উপস্থিত হওয়ার পর, গার্সিয়া একটি ফোন করার কথা বলে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। এর মিনিটখানেক পরেই গুলির শব্দ শোনা যায়।

পুলিশ ধাক্কা দিয়ে দরজা ভেঙে দেখতে পায় গার্সিয়া নিজ মাথায় গুলি করেছেন। তার দেহ চেয়ারে পরে আছে।

১৯৮৫ থেকে ১৯৯০ এবং ২০০৬ থেকে ১১ দুই মেয়াদে পেরুর প্রেসিডেন্ট ছিলেন গার্সিয়া। বেশ কয়েকজন লাতিন আমেরিকার নেতার সঙ্গে তারও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছিলো।

সিএনএনকে একটি সূত্র জানিয়েছে, পেরুভিয়ান কতৃপক্ষ তাকে তাৎক্ষনিক গ্রেফতারের নির্দেশ জারি করেছিলো।

নিজের সর্বশেষ টুইটে গার্সিয়া দাবি করেছিলেন, তার বিরুদ্ধে কোন মজবুত প্রমাণ নেই। গত নভেম্বরে তিনি উরুগুয়ের অ্যাম্বাসিতে শরণ চেয়েও পাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়