শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৩:৪০ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাত হত্যায় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষমতা সরকারের নেই, বললেন মান্না

শিমুল মাহমুদ : নুসরাত হত্যায় পিবিআইয়ের ইনভেস্টিগেশন করার পর ঘটনার সাথে ওসির যে প্রমাণ পেয়েছে, সেই ওসি কোথায়? একটা সাইবার ক্রাইম অপরাধে মামলা দিয়েছেন তাও আদালতের নির্দেশে, এটায় যথেষ্ট কিনা? এমন প্রশ্ন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, লোকে বলে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষমতা সরকারের নাই। কারণ, পুলিশ আপনার পক্ষে ভোট ডাকাতি করে, ভোটে সিল মারে, আপনার পোস্টার লাগায় আর বিরোধী দলের পোস্টার ছিঁড়ে।

তিনি বলেন, এই ধরনের অপরাধ যদি বিরোধী দলের নেতাকর্মী করতো তাহলে? কত বিএনপি নেতাকর্মীকে ক্রসফায়ার দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত ধর্ষণের জন্য এরকম সাজা দেয়া হয়েছে সেটা তো দেখলাম না। মানবতার কথা বলেন, লোভ দেখিয়ে ১০ লাখ টাকার চেক দিয়ে মনে করেন বোধহয় সমস্ত দায়িত্ব সম্পূর্ণ করলাম। কিন্তু তাতে মানবতা বাঁচে না।

আপনাদের অনেকের খায়েস আছে, কেউ কেউ মানবতার মা হতে চান, কেউ কেউ আন্তর্জাতিক পুরস্কার হাসিল করতে চান। যদি করতে পারেন তাহলেও অখুশি হবো না। কিন্তু তার আগে বাংলাদেশের মানুষের মন জয় করতে হবে।

ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা বলেন, ধরেন কোন রাজনীতি নাই, ধরেন কোন আওয়ামী লীগ-বিএনপি নাই, ধরেন কোন ক্ষমতার লড়াই নাই। আমরা শুধু নারীর সম্ভ্রম এর জন্য লড়াই করতে চাই। আমরা কেবল মাত্র মানুষের স্বাধীনতা অধিকারের জন্য লড়াই করতে চাই। নুসরাত আমাদের কাছে সাহসের বাতি। আমি বলি, নারী হোক পুরুষ হোক সবাই মিলে যদি এই অত্যাচার রুখে দেয়ার বিরুদ্ধে না দাঁড়ায় তাহলে এই যে মৃত্যুর মিছিল, ইজ্জতহানির একের পর এক মিছিল লেগে গেছে এগুলো বন্ধ করা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়