শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০২:২১ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাদ্দেস বিজয়ী

রাসেল হোসেন : কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চতুর্থ ধাপের ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া কান্দা পটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে ভোট গ্রহন।

বুধবার(১৭ এপ্রিল) সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকাল ৫ টা পর‌্যন্ত। তবে ভোটার উপস্থিতি ছিল চোখে পরার মত। ১৮৯১ ভোট নিয়ে প্রতিযোগিতা হয়েছে নৌকা ও আনারস প্রতীকের মধ্যে।

আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান মিজান পেয়েছে ৫৩ ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মো. মোহাদ্দেস হোসেন ৮০৯ পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

এর আগে ৩১ মার্চ ১৪৮টি কেন্দ্রের মধ্যে ১৪৭ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। আর ১৪৭ টি কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান ৩৯০০১ ভোট আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাদ্দেস হোসেন আনারস প্রতীক ৪০৫৬৬ ভোট পেয়ে ১৫৬৫ ভোট নিয়ে এগিয়ে ছিলেন।

আনুষ্ঠানিক ভাবে বেসরকারি ভাবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মো. মোহাদ্দেস হোসেন ২৩৭৪ ভোট পেয়ে বিজয়ী ঘোষনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়