শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০২:১৩ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় একদিনে বিশ্বের বৃহত্তম ভোটগ্রহণ সম্পন্ন, পুনর্নির্বাচনের পথে বর্তমান প্রেসিডেন্ট

আসিফুজ্জামান পৃথিল : ইন্দোনেশিয়ার সাধারণ নির্বাচনের পর আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন বর্তশান প্রেসিডেন্ট জোকো উইদোদো। ভোট গ্রহণ মেষ হওয়ার কয়েক ঘন্টা পরে পাওয়া বেসরকারি ফলাফলে এই কথা জানা গেছে।

নিজের প্রধান প্রতিদ্বন্দী সাবেক জেনারেল প্রাভো সুবিয়ান্তোরি চেয়ে ১০ শতাংশ ভোটে এগিয়ে আছেন উইদাদো বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে। তবে মে মাসের আগে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে না। কিন্তু ভোটের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ‘কোম্পানির’ তাৎক্ষণিক ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে। তবে এর আগের বছরগুলোতে এই ফলগুলো সঠিক বলে প্রমাণিত হয়েছিলো। বুধবার বিশে^র বৃহত্তম এক দিনের নির্বাচনে ভোট দেয় ইন্দোনেশিয়া।

১৯ কোটি ২০ লাখের বেশি ভোটার এই নির্বাচনে ভোট দেন। এই নির্বাচনে ভোটাররা ২০ হাজার স্থানীয় এবং জাতীয় আইন প্রণেতা নির্বাচনের জন্য ভোট দিয়েছেন। এছাড়াও তারা প্রেসিডেন্টও নির্বাচন করবেন। এর আগেই বিবিসির এক জরিপে দেখা গিয়েছিলো, নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পাবেন উইদোদো। আর প্রাভো পাবেন ৪৫ শতাংশ ভোট। তবে প্রাভো গণমাধ্যমের কাছে দাবি করেছেন, তিনি ৫০ শতাংশের বোিশ ভোট পাবেন।

এই বৃহৎ নির্বাচনে ভোট দিয়েছেন মোট ১৯ কোটি ২৮ লাখ ৬৬ হাজার ২৫৪ জন ভোটার। এখানে মোট ভোটকেন্দ্র ৮ লাখ ৯ হাজার ৫০০টি। মোট পার্লঅমেন্ট এবং প্রাদেশিক আসন ২০ হাজার ৫০০টি। এতে প্রার্থী সংখ্যা ২ লাখ ৪৫ হাজার। দেশটির আইন অনুযায়ী ৩০ শতাংশ প্রার্থীকে নারী হতেই হবে। এই নির্বাচনে অংশ নেওয়া দলের সংখ্যা ২০টি। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়