শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০১:১৭ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতীবান্ধায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানরি অভিযোগ

নুরনবী সরকার : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধুবনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটি। এ বিষয়ে কমিটি’র সভাপতি ও ইউপি সদস্য মোশারফ হোসেন গত ১৩ এপ্রিল প্রধান শিক্ষক সুলতান আহাম্মেদ শিপুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। তবে এ অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবী করেছেন ওই প্রধান শিক্ষক সুলতান আহাম্মেদ শিপু।

বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতি ও সিঙ্গিমারী ইউপি সদস্য মোশারফ হোসেন জানান, গত ২৪ মার্চ প্রধান শিক্ষক সুলতান আহাম্মেদ শিপু বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানী করেন। ওই ছাত্রীর অভিভাবক পরিচালনা কমিটির সদস্যসহ বিভিন্ন জনের কাছে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে ৪ এপ্রিল বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্রীকে যৌন হয়রানি বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে প্রধান শিক্ষক সুলতান আহাম্মেদ শিপু তার বিরুদ্ধে অভিযোগকে ষড়যন্ত্র দাবী করে সভা ত্যাগ করেন। কিন্তু সভায় সকল সদস্যদের মধ্যে আলোচনা হলে ছাত্রীকে প্রধান শিক্ষক কর্তৃক যৌন হয়রানী অভিযোগের সত্যতা পাওয়া যায়। আমরা এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে গত ১৩ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি।

প্রধান শিক্ষক সুলতান আহাম্মেদ শিপু বলেন, ছাত্রীকে যৌন হয়রানীর বিষয়টি সত্য নয়। আমি ষড়যন্ত্রের শিকার। একটি মহল পরিকল্পিত ভাবে আমাকে হেয় করতে মিথ্যা অভিযোগ তুলেছেন। অভিযোগের বিষয়ে আমি কিছুই জানি না।

হাতীবান্ধা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়