শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারোলে মুক্তির বিষয় নিয়ে যা বললেন বেগম জিয়া

জিয়ারুল হক : বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কারামুক্ত হচ্ছেন বলে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছে। তবে দলীয় প্রধানকে মুক্ত করার বিষয়ে নেতাদের মধ্যে দুই রকম মত রয়েছে। কেউ কেউ সমঝোতার মাধ্যমে প্যারোলে হলেও মুক্তি চান। আবার অনেকে এর সঙ্গে একমত নন।

বিএনপি সূত্র বলছে, দলের বর্তমানে যে সাংগঠনিক অবস্থা তাতে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। সে কারণে অনেক নেতাই সমঝোতার চিন্তা করছেন।

এদিকে গত রোববার (১৪ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতা। সেখানে মুক্তির বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে এই নেতারা কথা বলেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দেশের একটি শীর্ষ জাতীয় দৈনিকে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন নেতার বরাত দিয়ে বলা হয়েছে, প্যারোলে মুক্তির কথা তুললে ম্যাডাম (খালেদা জিয়া) বলেছেন, সম্মান হারিয়ে রাজনীতি নয়। আমি তো দোষ করিনি। আর সংসদের ব্যাপারে বলেছেন, সংসদে গিয়ে কী বলবে, আমার মুক্তির কথা?

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পত্রিকাটিকে বলেন, খালেদা জিয়ার মতো একজন রাজনৈতিক নেত্রীর প্যারোলে মুক্তি নেওয়া অসম্মানজনক। তিনি নিয়মিত জামিন পাওয়ার অধিকার রাখেন এবং দেশে এ জাতীয় জামিনের বহু দৃষ্টান্ত আছে।

সূত্র : সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়