শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:৫৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতি প্রতিরোধ করে সুশাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধ পরিকর, বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শাহীন চৌধুরী : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দুর্নীতি প্রতিরোধ করে সুশাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধ পরিকর। নির্বাচনী ইশতেহারেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইনের শাসন সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

প্রতিমন্ত্রী, বুধবার সচিবালয়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক “তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড” এর দুর্নীতি সংক্রান্ত অনুসন্ধানি প্রতিবেদন প্রদানকালে এসব কথা বলেন। তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি খাত বাংলাদেশে বিনিয়োগের অন্যতম প্রধান খাত। এ খাত বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে উজ্জ্বল ভূমিকা রাখছে। এ খাতে কোন অনিয়ম করতে দেয়া হবে না।

প্রতিবেদনে তিতাসে দুর্নীতির ২২টি উৎস এবং এসব উৎস হতে দুর্নীতি প্রতিরোধে ১২টি সুপারিশ করা হয়। প্রতিমন্ত্রী এ সময় দুদককে ধন্যবাদ দিয়ে বলেন, তাদের এই উদ্যোগ জ্বালানি খাতে দুর্নীতি প্রতিরোধে কার্যকর অবদান রাখবে। সম্মিলিত উদ্যোগেই উন্নত বাংলাদেশ গড়তে হবে।

প্রতিবেদনে দুর্নীতির ২২টি উৎস- ১. অবৈধ সংযোগ, ২. নতুন সংযোগে অনীহা এবং অবৈধ সংযোগ বৈধ না করা, ৩. অবৈধ লাইন পুনঃসংযোগ, ৪. অবৈধ সংযোগ বন্ধে আইনগত পদক্ষেপ না নেয়া, ৫. অদৃশ্য হস্তক্ষেপে অবৈধ সংযোগ, ৬. গ্যাস সংযোগে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ না করা, ৭. একই কর্মকর্তার একাধিক দায়িত্ব পালন, ৮. বাণিজ্যিক শ্রেণির গ্রাহককে শিল্প শ্রেণির গ্রাহক হিসেবে সংযোগ প্রদান, ৯. মিটার টেম্পারিং, ১০. অনুমোদনের অতিরিক্ত বয়লার ও জেনারেটরে গ্যাস সংযোগ, ১১. বৈধ সংযোগ দিতে হয়রানি, ১২. মিটার বাইপাস করে সংযোগ প্রদান সংক্রান্ত দুর্নীতি, ১৩. ইচ্ছাকৃতভাবে গৃহস্থালিতে গ্যাসের চাপ কমিয়ে দেয়া, ১৪. ইচ্ছাকৃতভাবে ইভিসি না বসানো, ১৫. দীর্ঘদিন ধরে শিল্প এলাকায় পোস্টিং, ১৬. এস্টিমেশন অপেক্ষা গ্যাস কম সরবরাহ করেও সিস্টেম লস দেখানো, ১৭. অবৈধ চুলাপ্রতি বৈধ চুলার সমান টাকা আদায় করে আত্মসাৎ, ১৮. গ্যাস বিক্রি বেশি দেখিয়ে আত্মসাৎ, ১৯. ভুয়া সংকেত দিয়ে অবৈধ গ্রাহকের কাছে বিল আদায়, ২০. আঞ্চলিক ব্যাংক হিসাব থেকে তিতাসের মাদার একাউন্টে যথাসময়ে টাকা স্থানান্তর না হওয়া, ২১. দীর্ঘদিন ধরে বকেয়া বিল আদায় না করা, ২২. উল্লেখিত সমস্যা/দুর্নীতি ছাড়াও দরপত্রে অনিয়ম করে কোটি কোটি টাকা আত্মসাৎ, মালামাল ক্রয়ে দুর্নীতি, মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্তৃক সার্বক্ষণিক কোম্পানির গাড়ি ব্যবহার, জরিমানা, সংশোধিত বিল ও জামানত আদায়ে গ্রাস বিপণন নীতিমালা অনুসরণ না করা ইত্যাদি বিষয় খতিয়ে দেখা হয়।

এসব দুর্নীতি প্রতিরোধে ১২ সুপারিশ প্রদান করা হয় এগুলো হচ্ছে ১. প্রি-পেইড মিটার, ২. আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করা, ৩. ফলোআপ, ৪. দীর্ঘদিন শিল্প এলাকায় এবং একই বিভাগে পোস্টিং না রাখা, ৫. জনবলের দক্ষতা বাড়ানো, ৬. অনিয়মের সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি, ৭. অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ, ৮. অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তি করা, ৯. সিস্টেম লসের সর্বোচ্চ হার নির্ধারণ, ১০. নিজস্ব সার্ভিলেন্স এবং মোবাইল কোর্ট, ১১. নিজস্ব প্রসিকিউশন বিভাগ ও ১২. বকেয়া পাওনা আদায়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ।

দুদকের এই প্রতিবেদনটি প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন দুদকের কমিশনার ড. মোজাম্মেল হক খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়