শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:০২ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ব্যবসায়ী হত্যা ও শিশু ধর্ষণের পৃথক মামলায় একজনের ফাঁসি ও অপরজনের যাবজ্জীবন কারাদণ্ড

আব্দুম মুনিব, কুষ্টিয়া : কুষ্টিয়া মডেল থানায় হত্যাকান্ড এবং শিশু ধর্ষণের পৃথক দুই মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড এবং অপরজনের যাবজ্জীবন কারাদণ্ড ও একলক্ষ টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত। বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এবং সাড়ে ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান পলাতক আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হলেন-মাদারিপুর রাজৈর উপজেলার শংকরদি গ্রামের মৃত আবুল হাছেনের পূত্র নুর আলম(৩৫) এবং শিশু ধর্ষণের দাযে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি হলেন মাগুড়া জেলার পারনান্দুমালী গ্রামের মৃত আবুল হাশেমের পূত্র জালাম ওরফে জামাল উদ্দিন (৪২)।

আদালত সূত্রে জানায়, ২০১৭সালের ২০ জুন দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ের ফল ব্যবসায়ী রবিউল ইসলামের প্লাস্টিক ড্রামবন্দি লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ। এঘটনায় নিহতের স্ত্রী বর্ণা আক্তার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় নুর আলমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৫ ডিসেম্বর নুল আলম এবং টিপু মন্ডল নামে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মডেল থানা পুলিশ।

অপরদিকে ২০১০ সালের ৯অক্টোবর বেলা ১১টায় কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকার ভারাটিয়া জালাম ওরফে জামাল উদ্দিন প্রতিবেশী শিশু কণ্যার হোটেল শ্রমিক মা-বাবা অনুপস্থিতিতে শিশুটিকে চকলেট দেয়ার নাম করে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এঘটনায় শিশুটির মা বাদি হয়ে কুষ্টিয়া মডেল থানয় শিশু ধর্ষণ মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১০ সালের ০১ ডিসেম্বর আসামি জালাম ওরফে জামালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ এনে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, কুষ্টিয়া মডেল থানয় দায়েরকৃত চাঞ্চল্যকর ফল ব্যবসায়ী হত্যা মামলায় আসামি বিরুদ্ধে অভিযোগ গঠন পূর্বক দীর্ঘ স্বাক্ষ্য শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণ হওয়ায় আসামি নুর আলমকে মৃত্যুদণ্ড এবং আসামি টিপু মন্ডলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণতি না হওয়ায় বে-কশুর খালাস দিয়েছেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়