শিরোনাম

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ১১:০২ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেরুজালেমে আল-আকসা মসজিদে অগ্নিকাণ্ড

রাশিদ রিয়াজ : ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত প্রায় দেড় হাজার বছরের প্রাচীন আল-আকসা মসজিদে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষতি হয়নি। সাড়ে আটশ বছরের প্রাচীন ফ্রান্সের প্যারিসের বিশ্ববিখ্যাত নটর ডেম গির্জায় যে সময় আগুন লাগে প্রায় একই সময়ে আগুন লাগে এই মসজিদটিতেও।

আল-আকসা মসজিদের গার্ড আন্তার আল-হামাউরি সংবাদমাধ্যম জানিয়েছে , সোমবার রাতে মারওয়ানি নামাজ কক্ষের বাইরে দারোয়ানদের কক্ষে এ আগুন লাগে। জায়গাটি সলোমন’স স্টেবলস নামেও পরিচিত। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগের ফায়ার সার্ভিস বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। বর্তমানে ঘটনাস্থলটি পরীক্ষার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

এ দিকে আগুন লাগার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। আগুন লাগার সময় ঘটনাস্থলের দায়িত্বরত এক দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করে তারা। তবে জেরুজালেম ওয়াকফ এবং আল আকসা মসজিদ বিষয়ক বিভাগের মহাব্যবস্থাপক শেখ আজ্জাম আল খতিব বলেন, ‘ওই এলাকায় খেলতে থাকা শিশুদের মাধ্যমে এ আগুনের সূত্রপাত হতে পারে।’

তবে আল-আকসা মসজিদে অগ্নিকা-ের খবর ইসরায়েলে মিডিয়াগুলোতে দেখা যায়নি। টাইমস অব ইসরায়েল, হারেৎজ, ইসরায়েল ন্যাশনাল নিউজ অনলাইনে এ সম্পর্কিত কোনো খবর নজরে পড়েনি। জেরুজালেম পোস্টে খুব সংক্ষিপ্ত এক খবরে বলা হয়েছে, আল-আকসা মসজিদে অগ্নিকা-ের ঘটনায় আহত হবার কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আল-আকসা মসজিদে যাতে ফের আগুন না লাগে সে জন্যে নিরাপত্তা আরো জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আল-আকসায় অগ্নিকা- নিয়ে অনেকে নিন্দা জানিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। এর আগে ইসরায়েলের প্রত্মতাত্ত্বিকরা আল-আকসা মসজিদের ভূগর্ভে খনন কাজ শুরু করায় তীব্র প্রতিবাদ জানায় মুসলিম বিশ্ব। তবে এ প্রতিবাদ উপেক্ষা করে ইসরায়েলি কর্তৃপক্ষ এধরনের খনন কাজ এখনো অব্যাহত রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়