শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ১০:০৮ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মো.মামুন মোল্লা : ঢাকার আশুলিয়ায় তিতাস গ্যাস টিএন্ডডি কোং লিঃ বিভিন্ন বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালিয়েছে। বুধবার(১৭ এপ্রিল) আশুলিয়ার জিরবো এলাকার তৈয়বপুরে পরিচালিত অভিযানে এসময় অবৈধ সংযোগ নেয়ায় আনুমানিক প্রায় দুই হাজার (২০০০) বাসাবাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযানে তিতাসের কারিগরি টিমের প্রায় ৮০ জন শ্রমিক অংশগ্রহণ করেন। সংযোগ বিচ্ছিন্ন কালে ব্যবহার করা রাইজারগুলো এবং ব্যবহৃত গ্যাস পাইপ খুলে জব্দ করা হয়।

এ ব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, সাভারের সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান মাসজুড়ে চলবে। বুধবার আমরা আশুলিয়ার জিরাবো সংলগ্ন তৈয়বপুরে সকাল থেকে অভিযান চালাচ্ছি। এসময় প্রায় ৬/৭ কিলোমিটার অবৈধ দুই ইঞ্চি বিতরণ লাইন পেয়ে তা বিচ্ছিন্ন করেছি। অবৈধ সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সংযোগ বিছিন্নকালে এসময় উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান, উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, সহ-ব্যবস্থাপক মো. আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক মো. সাকিব সহ তিতাসের সংযোগ বিচ্ছিন্নকরণ কারিগরি টিমের সদস্যগণ।

অভিযান চলাকালে এইসব এলাকায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. ফজিকুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়