শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০৯:৪৭ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগ এনে বিচারের দারস্থ হওয়ার কথা জানিয়েছেন আম বাগান মালিকরা

নুর নাহার : হাইকোর্টের নির্দেশমত ৭দিনের মধ্যে আম বাগানে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন হচ্ছে। বাগান মালিকরা বলছেন, ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারের অভিযোগ মিথ্যা, আদালতে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগ এনে বিচারের দারস্থ হওয়ার কথা জানিয়েছেন তারা। আম পর্যবেক্ষণকারী দলের সঙ্গে ফল ও রাসায়নিক বিষেজ্ঞদের অর্ন্তভুক্তির দাবি ব্যবসায়ীদের। যমুনা টিভি

দেশি উৎপাদিত আমের অর্ধেকের যোগান আসে চাপাইনবাবগঞ্জ আর রাজশাহীর আম বাগান থেকে। সুস্বাদু এ ফল পরিপক্বতায় বিভিন্ন পর্যায়ে রাসায়নিকের ব্যবহার নিয়ে সমালোচনা আছে ভোক্তামহলে। এরই পরিপেক্ষিতে রাজশাহী অঞ্চলের আম বাগানগুলোয় কেমিক্যাল ব্যবহার রোধে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মনিটরিংয়ের নির্দেশ দেয় হাইকোর্ট। যদিও বাগান মালিকদের দাবি রাসায়নিক ক্ষতিকর নয়।

বাগান মালিকেরা বলেন, বিষাক্ত রাসায়নিক আমে আমরা মিশাই না। এটা যখন বাজারজাত হয় তখন এ বিষ মিশানো হয়। ব্যবসায়ীরা কাঁচা আম নিয়ে গিয়ে মেডিসিন দিয়ে পাকায়।

সবচেয়ে বেশি ভীতি ছড়িয়েছে ফরমালিন। যদিও কর্মকর্তারা বলছেন, এ অঞ্চলের আমে ক্ষতিকর কেমিক্যাল নেই।

চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম বলেন, আমি ফরমালিনের ব্যবহার দেখিনি। ফরমালিন ব্যবহার করে আমের পচন রোধ করা যায়- এটি আমার জানা নেই।

রাজশাহী চেম্বার অব কমার্স সহসভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, গত বছর কারওয়ান বাজারে কোটি টাকার আম ধ্বংশ করে ফেললো। পরে ল্যাব টেস্টে দেখা গেলো, আমগুলোতে মানব দেহের ক্ষতিকারক কিছুই নেই।

চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে ৩০ হাজার ও রাজশাহীতে ১৮ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়