শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০৮:৫২ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোট বাতিল করার পর দুইবছরে চাকরিচ্যুত ৫০ লাখ ভারতীয়

আব্দুর রাজ্জাক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬ সালের নভেম্বরে আকস্মিক সিদ্ধান্তে নোট বাতিলের ঘোষণা দেয়ার পরই এত ব্যাপক চাকরিচ্যুতি হয়েছে বলে এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। তবে চাকরি হারানো ও নোট বাতিলের ঘটনা বিস্ময়করভাবে একই সময় ঘটলেও উভয়ের মধ্যে সরাসরি কোনো সংযোগ খুঁজে পাওয়া যায়নি। এনডিটিভি

মঙ্গলবার ‘স্টেট অব ওয়ার্কিং ইন্ডিয়া-২০১৯’ নামে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে বেঙ্গালুরুর আজিম প্রেমজি ইউনিভার্সিটির সেন্টার ফর সাসটেইনেবল এমপ্লয়মেন্ট বিভাগ। এতে বলা হয়, মোদী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৫শ ও ১ হাজার রুপির নোট বাতিল করায় হোক আর অন্য কারণে হোক এই বিশাল সংখ্যক মানুষের চাকরি হারানো মারাত্মকভাবে উদ্বেগের জন্ম দিয়েছে। এতে শিগগিরই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের পরামর্শও দেয়া হয়েছে।

প্রতিবেদনে দেখানো হয়েছে, ভারতে ২০১১ সালের পর থেকে বেকারত্বের হার উদ্বেগজনকহারে বাড়ছে। এবং উচ্চশিক্ষিত ও যুবকরাই বেকারত্বের শীর্ষে। প্রসঙ্গত, ২০১৭-২০১৮ সালে ভারতের বেকারত্বের হার বিগত ৪৫ বছরে সর্বোচ্চ বলে সম্প্রতি ফাঁস হওয়া একটি সরকারি নথি থেকে জানা গেছে।

২০১৭ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত একটি বিস্তর সমীক্ষা চালায় ভারতের ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। সমীক্ষার তথ্যানুযায়ী, ভারতের বর্তমান বেকারত্বের হার ৬.১ ভাগ যা ১৯৭২-৭৩ এর পর সর্বোচ্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়