শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০৬:৫৪ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডারের দোকান দুর্ঘটনার আশঙ্কা

হ্যাপি আক্তার : কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গাদের জ্বালানীর চাহিদা মেটাতে এলপিজি সিলিন্ডার বিতরণ করছে ইউএনএইচসিআরসহ বিভিন্ন সংস্থা। এছাড়া কক্সবাজারে ১২টি রোহিঙ্গা ক্যাম্পে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে শতাধিক। পাশাপাশি স্থানীয় বাজারে যত্রতত্রভাবে বিক্রির দোকান গড়ে ওঠায় আশঙ্কা বেড়েছে দুর্ঘটনার। চ্যানেল টোয়েন্টিফোর।
কক্সাবাজারের উখিয়া কুতুপালংয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জ্বালানী চাহিদা মেটাতে প্রতিদিন উজাড় করা হচ্ছে আশপাশের বন। তাই পরিবেশের ওপর চাপ কমাতে ক্যাম্পে চুলা এবং এলপি গ্যাস সরবরাহ করে ইউএনএইচসিআর ও এনজিওগুলো। ফলে ক্যাম্পের অভ্যন্তরেই গড়ে তোলা হয়েছে সিলিন্ডারের বেশ কিছু দোকান। কিন্তু নেই কোনো সেফটি প্ল্যান কিংবা অনুমতিপত্র।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাফায়েত হোসেন বলেন, সিলিন্ডার বেচাকেনা বা ব্যবহারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ অনুমতি বাধ্যতামূলক। যা নেয়নি ক্যাম্পে এলপিজি বিতরণকারি এনজিওগুলোর কোনো সংস্থা।

গ্যাস সিলিন্ডার মজুদ ও বিতরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ছাড়পত্র না নেয়ার কথা স্বীকার করেন এনজিও ফোরামের কো-চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরী খোকা। তিনি বলেন, তারা তো সরবরাহ করেন ব্যবসা করেন না। তবে যদি তারা ব্যবসা করে সে ক্ষেত্রে ফায়ার সার্ভিসের কাছ থেকে ছাড়পত্র নেবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, বিক্ষিপ্তভাবে সিলিন্ডার রাখা বা গুদামজাত করা হয় সে ক্ষেত্রে একটি নিরাপত্তার প্রয়োজন। স্থানীয়ভাবে যে সংগঠনগুলো রয়েছে তাদের দায়িত্ব মনিটর করা। সেক্ষেত্রে গাফিলতি থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়