শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০৫:০৮ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে ফেইসবুকে যা লিখলেন ইমরুল

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার বিশ্বকাপ দল ঘোষণায় জায়গা পাননি বাংলাদেশ জাতীয় দলের অন্যতম ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েস। এইনিয়ে ভক্তমহলে আলোচনা-সমালোচনার কোনো সীমা নেই। কেউ ইমরুলের পক্ষ নিয়েই কথা বলছে আবার কেউ বা নিন্দার ঝড় তুলছেন। এর আগে বিশ্বকাপ দল ঘোষণার প্রায় ২০-২২ দিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় একটি মন্তব্য। যেখানে দেখা যায় জাতীয় দলের বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস নাকি বলেছেন, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেলে ক্রিকেট ছেড়ে দেবেন তিনি।

এতে সন্দেহ নেই এ মন্তব্যটি পুরোপুরি বানোয়াট এবং মনগড়া। এমন কোনো মন্তব্য বা ইঙ্গিত কখনোই দেননি ইমরুল। তাই তো এই বানোয়াট খবরটি চোখে পড়ার পর মর্মাহত হয়েছেন ৩২ বছর বয়সী বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান ইমরুল। তাই বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশদ এক বার্তা দিয়েছেন ইমরুল। হুবহু নিছে তুলে ধরা হলো বার্তাটি: ‘আমি একটা জিনিস কয়দিন যাবৎ লক্ষ্য করছি, আমাকে নিয়ে অনেকে পোস্ট করছেন আমি নাকি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি! এটা সত্যি আমার জন্য অনেক দুঃখজনক এই খবর গুলো। আমার ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আমি সব সময় দেশ ও দেশের মানুষকে ভালো কিছু দেয়ার চেষ্টা করছি! কখনও আল্লাহর রহমতে সফল হইছি আবার ব্যার্থ ও হইছি। তবে যদি বাংলাদেশ ক্রিকেটে ১% ও কিছু দিতে পেরে থাকি, তো আমি নিজেকে স্বার্থক মনে করি।ক্রিকেট আমার ভালোবাসা,আমি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছি তার মানে এই না যে ক্রিকেট ছেড়ে দিবো। আমার সামনে যখনই সুযোগ আসবে বাংলাদেশ ক্রিকেটকে কিছু দেওয়ার আমি সর্বাত্মক চেষ্টা করবো। সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার সকল ভক্ত ও হেটার্সদের!’

https://www.facebook.com/ImrulKayesSagor/posts/2079324985437900

  • সর্বশেষ
  • জনপ্রিয়