শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০৩:৫৫ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অশ্বিনের অলরাউন্ড নৈপুণ্যে চারে উঠলো পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক: চলমান আইপিএলে প্রথম দেখায় মানকাড আউটের বিতর্কের সূত্রপাত সেই রাজস্থান রয়্যালসকে দ্বিতীয় দেখায় ১২ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনের অলরাউন্ড নৈপুণ্যে পয়েন্ট তালিকায় চারে উঠলো পাঞ্জাব।

চ-িগড়ে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। লোকেশ রাহুলের ধীর গতির ব্যাটিংয়ে (৫২), ডেবিড মিলার (৪০), মায়াঙ্ক আগারওয়াল (২৬) ও ক্রিস গেইলের (৩০) এবং শেষ দিকে অশ্বিনের (১৭) ঝড়ো ব্যাটিংয়ে এই রান সংগ্রহ করতে পারে পাঞ্জাব। আর্চারের শিকার তিনটি উইকেট।

প্রথম ম্যাচের প্রতিশোধ ও টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানেই থেমে যায় রাজস্থাসের ইনিংস। সর্বোচ্চ রান আসে রাহুল ত্রিপাঠি ৫০, স্টুয়ার্ট বিনির অপরাজিত ১১ বলে ৩৩, স্যাঞ্জু স্যামসন ২৭ রান। পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন অশ্বিন, আর্শদ্বীপ সিং এবং মোহাম্মদ সামি। অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচসেরা নির্বাচিত হন অশ্বিন।

নয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে কিংস ইলেভেন পাঞ্জাব। অপরদিকে আট ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম অবস্থানে রাজস্থান রয়্যালস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়