শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০৪:৪১ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় জুয়ারিদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত

তৌহিদুর রহমান নিটল : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জুয়াড়িদের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম ভূঁইয়া, পিএসআই ইফতেখার হোসেন, কনস্টেবল শাহ আলম, জয়নাল ও ফয়েজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বৈশাখ উপলক্ষে প্রতিবছর অন্যান্য এলাকার মতো পূর্বহাটিতে একটি মেলা চলছিল। ওই মেলা জুয়া খেলার আয়োজন করে কতিপয় জুয়াড়িরা। এ খবর পেয়ে পুলিশ সকাল থেকে বিকেল পর্যন্ত জুয়াড়িদের ধাওয়া করে জুয়া খেলা পণ্ড করে দিচ্ছিল। বিকেল ৪টার দিকে পুলিশ জুয়াড়িদের গ্রেপ্তার করতে অভিযান চালালে তাদের ওপর জুয়াড়িরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। এ সময় ছয়জন পুলিশ সদস্য আহত হয়।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল হকের মাথা ফেটে যাওয়ায় ৫টি সেলাই দিয়ে ভর্তি করা হয়েছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়