শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০৪:১৭ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের আশ্বাসে পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

স্বপ্না চক্রবর্তী : বকেয়া পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে ডাকা ধর্মঘট কর্মসূচি সরকারের আশ্বাসে প্রত্যাহার করেছে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। গত সোমবার রাতে শ্রম অধিদপ্তরে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও বিজেএমসির সঙ্গে পাটকল শ্রমিকলীগ ও সিবিএ নেতাদের সাথে বৈঠক শেষে এ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা আসে।

প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি ও পাট ক্রয়ের টাকাসহ ৯ দফা দাবিতে গত ২ এপ্রিল ৭২ ঘণ্টার ধর্মঘট এবং রাজপথ-রেলপথ অবরোধসহ কর্মসূচি পালন করেছিল দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় সোমবার পাটকল শ্রমিকরা আবারও ৯৬ ঘণ্টার ধর্মঘটসহ আন্দোলনে নামে। এর প্রেক্ষিতে শ্রমিক অসন্তোষ নিরসনে এদিন সন্ধ্যায় শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। বৈঠকে তিনি জানান, উৎপাদন ও শ্রমিকের স্বার্থে উত্থাপিত দাবি-দাওয়া বিবেচনা করবে সরকার।

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বৈঠক শেষে শ্রমিক নেতারা আন্দোলন কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেন বলে জানান শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ. কে. এম. মিজানুর রহমান। পাটকল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চুন্নু কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

আগামী ৮ মে প্রমিকদের অন্যান্য দাবিদাওয়া নিয়ে আবারও আলোচনা হবে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়