শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০২:৪০ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলগালা হলো কারওয়ান বাজারে বিজিএমইএ ভবন, ক্রমান্বয়ে ভাঙ্গা হবে

স্বপ্না চক্রবর্তী : মালামাল সরিয়ে নিতে চার দফায় সময় বেঁধে দেওয়ার পর মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সিলগালা করা হয় ভবনটি। পরিবেশবাদীদের আন্দোলনের মুখে হাইকোর্টের দেওয়া রায়ের বাস্তবায়নের অংশ হিসেবে ভবনটি অপসারণের অংশ হিসেবে এর মধ্যে থাকা অফিসের মালামাল সরিয়ে নিতে চার দফায় সময় বেঁধে দেওয়ার পর শেষ পর্যন্ত ভবনটি সিলাগালা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। পরবর্তীতে কিছু নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভবনটিকে ভাঙ্গা হবে বলে জানান রাজউকের কর্মকর্তারা। এদিকে ভবনের স্থাবর সম্পত্তি বাবদ ৩ কোটি টাকা বেশি ক্ষতি হচ্ছে বলে দাবি করছেন পোশাক মালিক নেতারা।

ভবন সিলগালা করার পর রাজউকের পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান বলেন, আজকে আমরা ভবন সিলগালা করলাম। আমাদের আজকের কার্যক্রম স্থগিত। ভবনের অধিকাংশ মালামাল অপসরণ করা হয়েছে। যেই মালামালগুলো রয়ে গেছে তা সরিয়ে নিতে রাউউকের কাছে আবেদন করা যাবে। রাজউক অনুমতি দিলে তারা সেগুলো অপসরণ করতে পারবে। তবে অনুমতি ছাড়া কেউ ভবনে প্রবেশ করতে পারবে না।

মালামাল সরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজিএমইএর পক্ষ থেকে মালামাল সরানোর বিষয়ে আবেদন করতে পারে। আমার মনে হয় রাজউক হয়তো একদিন সময় দিবে। কবে থেকে এই ভবন ভাঙ্গতে পারেন এমন প্রশ্নের সুস্পষ্ট উত্তর না দিয়ে তিনি আরও বলেন, পরবর্তীতে এ বিষয়ের সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় ভবনটি ভাঙ্গার কার্যক্রম শুরু হয়। গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী বিজিএমইএ ভবন ভাঙ্গার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এটি আসলে দীর্ঘ প্রক্রিয়া। হুট করে তো আর ভাঙা শুরু করা যাবে না। এর আগে বেশ কিছু প্রক্রিয়া আছে। ধাপে ধাপে চলবে ভাঙ্গার কাজ। তবে ভাঙার মূল প্রক্রিয়া আজ থেকেই শুরু হলো। এ ব্যাপারে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমান জানান, ভবনটি ভেঙে ফেলার কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে ভবনটির গ্যাস, বিদ্যু ও পানিসহ সকল সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ভবনের একটি ব্যাংকের শাখার কার্যক্রম সরিয়ে নিতে কয়েক দফায় সময় বাড়িয়ে দেওয়ার পর সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে আমরা ভবনটি সিলগালা করেছি। এর আগে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রে জেসমিন আখতার জানিয়েছিলেন ভবনটি ভাঙতে ডিনামাইট ব্যবহার করা হবে। তাই এরকম একটি দৃশ্য দেখতে কারওয়ানবাজারসহ হাতিরঝিলের আশেপাশের এলাকায় উৎসুক জনতার ভিড় তৈরি হয়। জেসমিন আখতার জানান, বিজিএমইএ ভবনটি সম্পূর্ণ ভাঙতে সাত দিন সময় লাগবে। প্রথমে আমরা ভবনটি বিভিন্ন স্তরে ভাঙা শুরু করবো। পরে ডিনামাইট ও বুলডোজার ব্যবহার করে ভাঙার কাজ শেষ করা হবে।

এদিকে ভবনটির স্থাপনা নির্মাণে প্রায় ২শ কোটি টাকাসহ অন্যান সুযোগ সুবিধা ও সৌন্দর্য্যবন্ধনে আরও প্রায় ১শ কোটি টাকা খরচ হয়েছিলো জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনটির সদ্য সাবেক এক নেতা বলেন, যেকোনো স্থাপনাই শ্রমিকের ঘামে তৈরি হয়। তেমনি বিজিএমইএ ভবনটিও তৈরি হয়েছিল। তবুও উচ্চ আদালতের নির্দেশনাকে সম্মান জানিয়ে এরকম স্থাপনা ভাঙা ছিলো সময়ের দাবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়