শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ০২:১২ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিয়ানে ৩২ লাখ টাকা জরিমানাসহ ৪ কোটি টাকার নকল তার উদ্ধার

সুজন কৈরী : রাজধানীর বংশালের নবাবপুর এলাকায় নিম্মমানের ও নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুই জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। পাশাপাশি ৪ কোটি টাকা মূল্যের নকল তার উদ্ধারসহ ৬টি কারখানা ও ৪টি গুদাম সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।

সোমবার বিকেল থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত র‌্যাব-১০ এর সিপিসি-৩এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের সমন্বয়ে একটি দল এ অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

তিনি বলেন, ক্যাবল তৈরির কারখানাগুলো দীর্ঘদিন ধরে নি¤œমানের ও নকল বৈদ্যুতিক তার উৎপাদন ও বিপণন করে আসছে। এসব ব্যবহারে বাসাবাড়ীসহ বিভিন্ন শিল্প-কারখানায় শট-সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ড ঘটার সম্ভাবনা বাড়ছে। এছাড়া কারখানাগুলো বিভিন্ন নামি-দামী ব্রান্ডের নাম ব্যাবহার করে এসব নকল ও নিম্ন মানের বৈদ্যুতিক তার বাজারজাত করছে।

র‌্যাব জানায়, অভিযানকালে নবাবপুরের তাজ মার্কেটের স্টার গোল্ড ফ্যানের মো. আক্তার হোসেন ও মো. শামীমকে ১লাখ, খান মার্কেটের স্বর্ণা ইলেকট্রিকের মো. এনামুল হককে ৫লাখ, রাব্বি এন্টারপ্রাইজের খুরশিদ আলমকে ৫লাখ, জাকির মার্কেটের টিআরবি ক্যাবলসের জামান আহম্মেদকে ৫লাখ, টাওয়ার মার্কেটের সিফাত ট্রেডার্সকে ৩লাখ, জাকির ইলেকট্রিক মার্কেটের ফরহাদ হোসেনকে ৩লাখ, খান মার্কেটের এসএইচপি ক্যাবলসের রাসেলকে ২লাখ, ক্যাপটিলা এন্টারপ্রাইজের মাহমুদুল হাসানকে ২লাখ, এনায়েত উল্যাহকে ৩লাখ, জাকির মার্কেটের তানিয়া ক্যাবলসের আলআমিনকে ২লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড এবং খান মার্কেটের তারা ক্যাবলসের মাঈন উদ্দিনকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়