শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণালংকার আমদানির ওপর কড়াকড়ি আরোপের দাবি স্বর্ণ শিল্পীদের

রমজান আলী : গত বছর শেষ দিকে সরকার স্বর্ণ নীতিমালা-২০১৮ অনুমোদন দিয়েছে। এর আগে দেশে স্বর্ণ আমদানির কোন নীতিমালা ছিল না ফলে এ খাতে নানা ধরনের নৈরাজ্য বিরাজ করছিল। স্বর্ণ নীতিমালা-২০১৮ এর আওতায় স্বর্ণের তৈরি অলংকার আমদানির ওপর কড়াকড়ি আরোপের দাবি জানিয়েছে ঢাকা স্বর্ণ শিল্পী শ্রমিক সংঘ। এ বিষয়ে সম্প্রতি তারা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্বর্ণ নীতিমালাকে স্বাগত জানিয়ে সংগঠনটির সভাপতি মানিক রতন মালাকার বলেন, স্বর্ণ নীতিমালাকে আমরা স্বাগত জানাই। এই নীতিমালা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের হাজার বছরের ঐতিহ্য যাতে তৈরি স্বর্ণ শিল্প খাতে ক্ষতির সম্মুখীন না হয় সেদিকে সরকারের লক্ষ্য রাখতে দাবি জানাচ্ছি।তিনি বলেন, বর্তমানে আমাদের দেশ এই শিল্পের সঙ্গে কয়েক লাখ স্বর্ণ শিল্পী জড়িত রয়েছেন। এদেশের কারিগরদের হাতে তৈরি অলংকার বিশ্বমানের যার চাহিদা রয়েছে বিশ্বময়। এদেশের কারিগর ও জুয়েলার্সদের সক্ষমতা তৈরির আগেই যদি কোনো কারণে বিদেশ থেকে তৈরি অলংকার আমদানি করা হয় তা হলে আমাদের দেশে তৈরি স্বর্ণ অলংকারের প্রতি আস্থা হারাবে এবং লাখ লাখ স্বর্ণ শিল্পী বেকার হয়ে পড়বে দেশীয় শিল্প ধ্বংস হয়ে পাবে।

সংগঠনটির সভাপতি বলেন, ইতিমধ্যে এ শিল্পে নিয়োজিত শত শত স্বর্ণ শিল্পী কাজের অভাবে বেকার জীবনযাপন করছেন। অনেক ভাল ভাল স্বর্ণ শিল্পী এ পেশা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হয়েছেন। এতে এ দেশের স্বর্ণালংকারের বিশ্বমানের ঐতিহ্য বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছে।

তিনি বলেন, এ শিল্প নিয়োজিত শিল্পীদের মজুরি অত্যন্ত কম। প্রতি ভরিতে মাত্র ২ আনা ওয়েস্টেজ মজুরি হিসেবে দেওয়া হয়। কাজ না থাকলে সেটাও অনেক সময় পাওয়া যায় না। এ অবস্থায় এ শিল্পকে বাঁচাতে আমরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

নীতিমালায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার স্বর্ণের বার আমদানির সময় বন্ড সুবিধা গ্রহণ করে স্বর্ণ আমদানি করতে পারবেন। সেক্ষেত্রে স্বর্ণের বার আমদানি করার নিমিত্ত অনুমোদিত ডিলারকে আবশ্যিকভাবে আমদানি নীতি আদেশ এবং কাস্টমস অ্যাক্টের বিধানাবলী অনুসরণপূর্বক বন্ড লাইসেন্স গ্রহণ করতে হবে।নীতিমালায় স্বর্ণের মান নির্ণয়, যাচাই ও নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকার স্বর্ণের জন্য নিজস্ব মান প্রণয়ন করবে। স্বর্ণের মান যাচাই ও বিশুদ্ধ স্বর্ণের পরিমাণ যাচাই নিশ্চিত করতে আন্তর্জাতিক মানসম্পন্ন ও সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর ল্যাবটেস্ট, ফায়ার টেস্ট বা হলমার্ক টেস্ট সুবিধাসহ পরীক্ষাগার প্রতিষ্ঠা করবে। এই পরীক্ষাগারকে বাংলাদেশের অ্যাক্রিডিটেশন বোর্ড বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে অ্যাক্রিডিটেশন গ্রহণ করতে হবে। স্বর্ণ ও স্বর্ণালংকারের মান সুনিশ্চিত করার জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে হলমার্ক ব্যবস্থা চালু করতে হবে। স্বর্ণ ও স্বর্ণালংকার কেনাবেচার ক্ষেত্রে হলমার্ক ব্যবহার বাধ্যতামূলক হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম অনুযায়ী স্বর্ণ ও স্বর্ণালংকারে খাদ্যের পরিমাণ সুনির্দিষ্ট করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়