শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ১১:০৬ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে ইংল্যান্ডের টিকিট পাননি তাসকিন

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার দুপুরে চমক নিয়ে ইংল্যান্ড বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই স্কোয়াডে জায়গা হয়নি বাংলাদেশ দলের স্পিড মাস্টার তাসকিন আহম্মেদ। বিপিএল ষষ্ঠ আসরে নিজেদের শেষ ম্যাচে গোঁড়ালিতে চোট হানা দিলে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে পড়েন। দুই মাসেরও বেশি সময় থাকতে হয় মাঠের বাইরে। তাতে করে ম্যাচ ফিটনেস বলতে যা বোঝায় তার কিছুই ছিল না এই গতি তারকার। প্রায় আড়াই মাস ইনজুরির সঙ্গে লড়াই করে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফিরলেও শেষ রক্ষা হয়নি।

ফিজিও তার যে ফিটনেস রিপোর্ট নির্বাচকমন্ডলীর কাছে জমা দিয়েছেন তা মোটেও সন্তোষজনক ছিল না। তাতে করে মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশারদের বিশ্বকাপ ভাবনা থেকে বাদ পড়লেন এই ২৩ বছর বয়সী পেসার। মূলত এই ইনজুরির কারণে গত নয় মাস থেকে জাতীয় দলের বাহিরে তাসকিন। তাই ১৫ সদস্যের বাংলাদেশ দল থেকে ছিটকে গেলেন গেল আসরে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বুক চিতিয়ে লড়ে যাওয়া এই তরুণ।

দল ঘোষণার সময় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামের সম্মেলন কক্ষে দল ঘোষণা করতে সে কথাই জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘তাসকিনকে যখন নিউজিল্যান্ড সফরের জন্য চিন্তা ভাবনা করেছিলাম সে তখন ইনজুরিতে পড়ে। সে কিন্তু এখনো পুরোপুরি ফিট না, আমাদের কাছে যে রিপোর্টগুলো আছে ফিজিওর তাতে তাই মনে হয়। সে হিসেবে আমরা তাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি না। ঘরোয়া ক্রিকেটে মাত্র একটা ম্যাচ খেলেছে। কিন্তু তারপরেও ফিটনেস আপ টু দ্য মার্ক না।’

নান্নু আরো বলেন, ‘তাসকিন ২০১৭ সালের ২২ অক্টোবর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশের হয়ে। এরপরে একটা দীর্ঘ বিরতি গেছে।’

ভাগ্য সুপ্রসন্ন হলে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে তার জায়গা মিলতে পারে। কিন্তু সেটা শর্ত সাপেক্ষে। সেক্ষেত্রে কোনো এক পেসারকে পড়তে হবে ইনজুরিতে। মানে কারো কপাল পুড়লে তাসকিনের কপাল খুলবে। নান্নু যোগ করেন, ‘আয়ারল্যান্ড সফরে যদি কেউ ইনজুরড হয়, তাসকিনকে বিকল্প হিসেবে রাখবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়