শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ১০:০৩ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্ত:বাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

ইসমাঈল ইমু : হাইজাম্পে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এর তত্ত্বাবধানে ও বানৌজা হাজী মহসীন এর সার্বিক ব্যবস্থাপনায় ‘আন্ত:বাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সোমবার থেকে ঢাকার বনানীস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর সদস্য লিডিং পেট্রোলম্যান ২.১২ মিটার উচ্চতা অতিক্রম করে আন্ত:বাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় নতুন জাতীয় রেকর্ড করেন। এই ইভেন্টে আগের জাতীয় রেকর্ড ছিল ২.১১ মিটার।

আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেন। এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক সামরিক ও বেসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে মোট ৬টি ইভেন্ট ১১০ মিটার হার্ডেল, ১৫০০ মিটার দৌড়, শট পুট, ১০০ মিটার স্প্রিন্ট, ৩০০০ মিটার ষ্টিপল চেজ ও হাই জাম্প অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক, বাংলাদেশ নৌবাহিনী ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক অর্জন করে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী মাত্র একটি টি ব্রোঞ্জ পদক অর্জন করে। চারদিন ব্যাপী অনুষ্ঠিতব্য উক্ত প্রতিযোগিতা আগামী ১৮ এপ্রিল শেষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়