শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০৮:৫৩ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোকান মালিক সমিতির তথ্য মতে, বৈশাখে বিক্রি হয়েছে সাড়ে ৫হাজার কোটি টাকার পণ্য

নুর নাহার : সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার পাশাপাশি বাড়ছে উৎসব কেন্দিক বেচা-বিক্রি। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উৎসব কেন্দ্রিক বেচাকেনা রাখতে পারে বড় ধরণের ভূমিকা। এ জন্য উদ্যোক্তাদের দেশীয় পণ্য উৎপাদনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা। সময় টিভি

বৈশাখী উৎসব। বিশ্বের বুকে আলাদা করে পরিচয় করিয়ে দেয় বাঙালিকে। প্রতিটি উৎসবেই নতুন পোশাকে নিজেকে মেলে ধরে শিশু, যুবক আবাল বৃদ্ধ বনিতা। উৎসব কেন্দ্রিক কেনাকাটাও জমে ওঠে পুরোদমে। সংস্কৃতির ঐতিহ্যকে লালন করে সেজে ওঠে ফ্যাশন হাউজগুলো। গেল পহেলা বৈশাখকে কেন্দ্র করে তাই সারাদেশেই ছিলো কেনাকাটার ধুম। ব্যস্ত সময় পার করতে হয়েছে মিষ্টি দোকানীদেরও। প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি হওয়ায় বিক্রেতাদের চোখে মুখে ছিলো সন্তুষ্টির ছাপ।

বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য মতে, এ বছর শুধু বৈশাখকে কেন্দ্র করে সারাদেশে বিক্রি হয়েছে সাড়ে ৫হাজার কোটি টাকার পণ্য।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, 'এবার সাড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত বেচা বিক্রি হবে। আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। আগামীতে এটি কয়েকগুণ বাড়বে।'

বাজার বিশেষজ্ঞ মো. হেলাল উদ্দিন বলেন, 'বাংলাদেশ জুড়ে বৈশাখজুড়ে যে আলাদা কর্যক্রম দখছি সেটি ভোগের পাশাপাশি উৎপাদনেও প্রভাব ফেলছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়