শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০৮:২৯ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফ-১৬ প্রশিক্ষণে তাইওয়ান-যুক্তরাষ্ট্র ৫০ কোটি ডলার চুক্তি

আব্দুর রাজ্জাক : তাইওয়ানের সামরিক বাহিনীকে এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় অস্ত্র চুক্তিটি অনুমোদন করেছে। তবে তাইওয়ানের কাছে অস্ত্রবিক্রিতে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে আসছে চীন। যদিও চীন তাইওয়ানের জন্য হুমকি হলেও ভীতির কারণ নয় বলে মঙ্গলবার মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। সিএনএন, রয়টার্স

মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, চুক্তিটি তাইওয়ানের সঙ্গে ওয়াশিংটনের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি দেশটির প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের সহায়তাকেও তরান্বিত করবে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের অ্যারিজনা রাজ্যের লিউকের বিমান বাহিনীর ঘাঁটিতে তাইওয়ানের পাইলটদের প্রশিক্ষণ দেয়া হবে। তবে চুক্তির মধ্যে তাইওয়ানকে এফ-১৬ সরবরাহ, ব্যবস্থাপনা, সামরিক যন্ত্রপাতি ও মেরামতের উপকরণ দেয়ার বিষয়গুলো অন্তর্ভূক্ত রয়েছে।

সাই ইং-ওয়েন বলেন, সোমবার তাইওয়ান উপকূলে চীনের সামরিক অনুশীলন তাইওয়ানকে ভীত করেনি। বেইজিংয়ের সামরিক মহড়া তাইওয়ানের জন্য হুমকি বলে যুক্তরাষ্ট্র নিন্দা জানানোর পরই তিনি এ মন্তব্য করেন। তবে তাইওয়ান উপকূলে সোমবার যুদ্ধজাহাজ ও বোমারু বিমান নিয়ে যে মহড়া চালানো হয়েছে তা প্রয়োজনীয় ও নিয়মিত অনুশীলনের অংশ বলে পিপল লিবারেশন আর্মি জানিয়েছে।

তিনি আরো বলেন, ‘চীন আমাদের সীমান্তে বিশাল সংখ্যক সৈন্য পাঠিয়ে তাইওয়ানের সমমনা রাষ্ট্রগুলোকে ভয় দেখাতে চেয়েছিলো। বেইজিংয়ের এই হুমকি আমাদের সক্ষমতাকেই বৃদ্ধি করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়