শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০৭:৫৫ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যবিপ্রবি ভিসি বললেন, প্রযুক্তি ভিক্ষা করে ‘উন্নত দেশ’ হওয়া যাবে না

নিউজ ডেস্ক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, প্রযুক্তি ভিক্ষা করে উন্নত দেশ হওয়া যাবে না। এ উন্নয়ন টেকসইও হবে না। টেকসই উন্নয়ন করতে হলে আমাদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।

বঙ্গবন্ধু একাডেমিক ভবনের গ্যালারিতে যবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোমবার তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দিয়ে বিদায় জানানো হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আমাদের সমুদ্রের বিশাল অংশ জয় হয়েছে। কিন্তু এর তলদেশে কি ধরনের খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম পদার্থ আছে সেটা এখনো জানি না। পিএমই বিভাগের শিক্ষার্থীরাই তাদের আহরিত জ্ঞানের মাধ্যমেই এসব বিষয় আমাদের জানাতে পারবে বলে আমি বিশ্বাস করি। এ জন্য পিএমই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের স্কন্ধে অনেক দায়িত্ব।

তিনি বলেন, আজকে দেশ নিম্ন মধ্যম আয়ের থেকে উন্নত দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তবে উন্নত দেশ হতে গেলে আমাদের দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে। যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারে কেবলমাত্র বিশ্ববিদ্যালয়সমূহ। এই কাজেও আমরা পিছিয়ে যাচ্ছি শিক্ষাঙ্গণে অস্থিরতার জন্য। এটা আমাদের দূর করতে হবে।

পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. এ এস এম মুজাহিদুল হক, পিএমই বিভাগের বিদায়ী শিক্ষার্থী রাসেল জানি রাফি, নবীন শিক্ষার্থী ফয়সাল আহমেদ আকাশ, জারিন তাসনিম খুশবু প্রমুখ। রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়