শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০৭:১১ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইবার হামলার ঝুঁকিতে ৫০ শতাংশ ব্যাংক, অপরাধীরা লুটে নিতে পারে বড় অংকের অর্থ

হ্যাপি আক্তার : ব্যাংক খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ার সাথে বাড়ছে ঝুঁকিও । বাংলাদেশ ইনিস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট-বিআইবিএম’র গবেষণা বলছে, দেশের ৫০ শতাংশ ব্যাংক সাইবার আক্রমণের ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় সাইবার নিরাপত্তা নিশ্চিতে তৃতীয় কোনো প্রতিষ্ঠানের আওতায় ব্যাংকগুলোকে নিয়ে আসার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তবে ব্যাংকাররা মনে করেন এ ধরণের উদ্যোগে প্রযুক্তি প্রতিষ্ঠানকেই আগে এগিয়ে আসতে হবে। পাশাপাশি গ্রাহকদের সচেতন হওয়ারও তাগিদ দিয়েছেন ব্যাংকার ও প্রযুক্তিবিদরা। ডিবিসি নিউজ।

ব্যাংকিং খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার আর্থিক লেনদেনকে করে তুলেছে অনেক দ্রুত ও সহজ। হাল আমলে কার্ড এবং মোবাইলে লেনদেন হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। সেই সাথে স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার বাড়ায় ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে ইন্টারনেট ব্যাংকিংও। আর তথ্য প্রযুক্তির এসব ব্যবহার জীবনকে যত সহজ করছে তেমনি তৈরি হচ্ছে আর্থিক ঝুঁকি। গ্রাহকের অজান্তেই সাইবার অপরাধীরা লুটে নিতে পারে ব্যাংকে জমা রাখা বড় অংকের অর্থ।

পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘কেউ কার্ডের তথ্য হ্যাক করে নকল কার্ড বানিয়ে এটিএম থেকে ট্রানজেকশন করে। আ্যাকাউন্টের সব টাকা তুলে নিতে পারবে।’

বিআইবিএমএর গবেষণা বলছে, দেশের ৫০ শতাংশ ব্যাংক এখনো সাইবার আক্রমণ ঠেকানোর সক্ষমতা অর্জন করতে পারেনি।

বিআইবিএম’র অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আহসান হাবীব বলেন, যত বেশি প্রযুক্তি এ্যাডাপ্ট করবেন, সাইবার নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে।’

ডাটালফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান বলেন, আর্থিকখাতে সাইবার আক্রমনের ঝুঁকি মোকাবেলায় ব্যাংকগুলোর উচিত একক তথ্য ভান্ডার সৃষ্টি করা।

এ সাইবার হামলার ঝুঁকি এড়াতে গোপন নম্বর বা পাসওয়ার্ড কারো সঙ্গে শেয়ার না করার পাশাপাশি ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের সচেতন হওয়ারও তাগিদ দিয়েছেন ব্যাংকার ও প্রযুক্তিবিদরা। সম্পাদনা : মিলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়