শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ১০:৪৯ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বিসিবি

রাকিব উদ্দীন : ২০১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চমক দেখিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন আবু জায়েদ চৌধুরী রাহী।  ইনজুরিতে থাকা তাসকিনের বদলে স্কোয়াডে নেয়া হয়েছে এ তরুণ পেসারকে।

এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগের দুর্দান্ত পারফর্মেন্সের কারনে স্কোয়াডে থাকা নিশ্চিত হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের । দলে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ’র থাকা নিশ্চিত ছিলো। অন্যদিকে তেমন একটা ভালো পারফর্মেন্সে না থাকলেও দলে আছেন লিটন দাস ও সৌম্য সরকার। পাশাপাশি নিউজিল্যান্ড সিরিজে ভালো ব্যাটিংয়ের সুবাদে দলে থাকছেন মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান।

বোলিংয়ের জন্য মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসাইন প্রায় নিশ্চিত ছিলো। এছাড়া ইনজুরিতে থাকা তাসকিনের বদলে যায়গা পেয়েছেন আবু জায়েদ রাহি।

বিশ্বকাপকে বাংলাদেশ দল :

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসাইন, সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান।

এছাড়াও স্ট্যান্ডবাই আছেন, নাঈম হাসান ও ইয়াসির রাব্বি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়