শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০৪:৫০ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিকদের ধর্মঘটে সারাদেশে নৌযান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

আসিফ হাসান: বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে নৌ-পরিবহন শ্রমিক সংগঠন। সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে শুরু হওয়া কর্মবিরতির ফলে সারাদেশে নৌযান চলাচলে শুরু হয়েছে এই অচালবস্থা। গতকাল খুলনা, লক্ষ্মীপুর,  চাঁদপুর বরিশালসহ দেশের বিভিন্ন স্থান থেকেই ছেড়ে যায়নি কোনো যাত্রীবাহী লঞ্চ। এই ধর্মঘটের মধ্যে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীগণ। কিন্তু চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বরিশাল জেলার উজিরপুর এলাকার আব্দুল্লাহ আল মামুন জানান, বিশেষ প্রয়োজনে আমার অসুস্থ আম্মাকে নিয়ে ঢাকা গমনের প্রয়োজন ছিল। কিন্তু ঘাটে এসে দেখি কোন নৌকা-লঞ্চ চলাচল করছে না। সর্বশেষ খবর অনুযায়ী নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের এক অংশ ধর্মঘট প্রত্যাহার করেছে।

লঞ্চ মালিক সমিতির সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, গতকাল সোমবার সংগঠনের নেতাদের সাথে ঢাকায় শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। একমাত্র নৌযান শ্রমিক ফেডারেশন অংশ নেয়নি। তারা বলেছেন তাদের দাবি গেজেটে অর্ন্তভুক্ত হয়নি।

রিন্টু আরও বলেন, ২০১৬ সালের ১ জুলাই বেতন ১০৩% বাড়ানোসহ তাদের দাবি মেনে নিয়ে সর্বশেষ চুক্তি হয়। যেখানে বলা হয়েছিল পাঁচ বছরের মধ্যে আর কোনো আন্দোলন করা হবে। নৌযান শ্রমিক ফেডারেশন জানায় তাদের দাবি গেজেটে অর্ন্তভুক্ত হয়নি। তারা শ্রম প্রতিমন্ত্রীর সাথে আলাদা বৈঠকে বসতে চান। কিন্তু প্রতিমন্ত্রী বলেছেন,তাদের যে দাবি গেজেটে অর্ন্তভুক্ত হয়নি তা লিখিতভাবে তাকে জানাতে। তবে আজ দুপুরের মধ্যে সমস্যার সমাধান হওয়ার কথা রয়েছে।

ঢাকায় ধর্মঘট প্রত্যাহার বিষয় জানতে চাইলে আবুল হোসেন বলেন, অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়