শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০৩:২৯ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে কংগ্রেস-আমআদমি জোট নিয়ে রাহুল-কেজরিওয়াল পাল্টাপাল্টি দোষারোপ

লিহান লিমা: লোকসভা নির্বাচনে এই প্রথমবারের মতো অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) সঙ্গে জোট বাঁধা নিয়ে প্রকাশে কথা বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সোমবার রাহুল বলেন, দিল্লিতে কংগ্রেস এএপি’র জন্য ৭টির মধ্যে ৪টি আসন ছেড়ে দিতে প্রস্তুত কিন্তু কেজরিওয়াল ইউ-টার্ন নিয়েছেন।

টুইটে রাহুল গান্ধী বলেন, ‘দিল্লিতে কংগ্রেস-আপ জোট মানে বিজেপির জন্য পরাজয় নিশ্চিত। কংগ্রেস চারটে আসন আপ’কে দিতে রাজি। কিন্তু মিস্টার কেজরিওয়াল এখন ইউ-টার্ন নিচ্ছেন। কংগ্রেসের দরজা এখনও খোলা আছে। কিন্তু সময় যে বয়ে যাচ্ছে।’ ওই টুইট করে নিচে হ্যাশট্যাগ দিয়ে রাহুল লিখেছেন, ‘এবার আপনার পালা।
রাহুলের এই মন্তব্যের পর কেজরিওয়াল বলেন, ‘কে ইউ-টার্ন নিয়েছে? আলোচনার চলছে কিন্তু আপনার টুইট বলছে আপনি কোন জোট চান না। সবই ভান।’ এই সময় টুইটে কেজরিওয়াল অভিযোগ করেন, রাহুল গান্ধী উত্তরপ্রদেশসহ অন্যান্য রাজ্যে মোদি-বিরোধী ভোটকে বিভক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সুযোগ করে দিচ্ছেন। রোববার কেজরিওয়াল বলেছিলেন, ‘আমাদের দেশ ঝুঁকিতে রয়েছে। মোদি ও অমিত শাহের থেকে দেশকে রক্ষায় যা প্রয়োজন আমরা করবো।’

এদিকে এনডিটিভি জানায়, পারস্পরিক দোষারোপ সত্ত্বেও দুই নেতার টুইট দ্বিপক্ষীয় নরম অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে। ১২ মে দিল্লিতে লোকসভার ভোট অনুষ্ঠিত হবে। পুরো দেশের নির্বাচনি ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়