শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০২:২৮ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশাল ব্যবধানে হেরে ক্ষুদ্ধ এমবাপে

স্পোর্টস ডেস্ক : লিলের বিপক্ষে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হেরে ক্ষোভ প্রকাশ করেছেন পিএসজির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিলের বিপক্ষে নিজেরা ‘শিক্ষানবিশ ফুটবলারদের মতো খেলেছেন’ বলে মনে করেন ফরাসি এই ফুটবলার।

ম্যাচে তমা মুনিয়ের আত্মঘাতী গোলে ম্যাচের সপ্তম মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। চার মিনিট পরেই দলকে সমতায় ফেরান হুয়ান বের্নাত। তবে ৩৬তম মিনিটে স্পেনের এই ডিফেন্ডার সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় অতিথিরা। দ্বিতীয়ার্ধে আরও চার গোল হজম করে তারা।

ম্যাচে দুইবার বল জালে জড়ালেও অফসাইডে থাকায় গোল পাননি এমবাপে। দলের এত বড় ব্যবধানে হার মানতে পারছেন না তরুণ এই খেলোয়াড়। এ নিয়ে এমবাপে বলেন, ‘আমরা এক ম্যাচ হারতেই পারি। এরপরও আমরা চ্যাম্পিয়ন হব। কিন্তু এভাবে আমরা হারতে পারি না, তিন, চার বা পাঁচ গোল খেয়ে। আমাদের অবশ্যই আরও দাপটের সঙ্গে খেলতে হবে। এই সমস্যার সমাধান আমাদের অবশ্যই করতে হবে। ফুটবল মাঠে খেলা হয়। এটা মুখে বলার মতো কিছু না। আমরা শিক্ষানবিশদের মতো খেললাম। অবশ্যই এভাবে আমরা হারতে পারি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়