শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০২:২৮ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় হত্যাকাণ্ডের শিকার বিএনপি নেতা এ্যাড. শাহীনের দাফন সম্পন্ন : ৫দিনের প্রতিবাদ কর্মসূচি

আরএইচ রফিক : বগুড়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যাকাণ্ডের  শিকার বিএনপি নেতা এ্যাড মাহাবুব আলম শাহীনকে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে তার পারিবারীক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে বিএনপির শীর্ষ নেতা শাহীন হত্যাকান্ডের প্রতিবাদে ৫ দিনের শোক ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি।

ঘোষিত কর্মসূচিতে সোমবার সকাল থেকেই কালো ব্যাচ ধারণ করেছে দলের সর্বস্তরের নেতা ও কর্মিরা। এছাড়া দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। কর্মসূচিতে মঙ্গলবার দলের পক্ষ থেকে শোক র‌্যালী ও বুধবার প্রতিবাদ সমাবেশ এবং বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

এদিকে সোমবার দুপুরে ময়না তদন্তের পর নিহত বিএনপি নেতা শাহীনের মরদেহ জেলা পুলিশের উপস্থিতিতে তার পরিবার ও দলীয় নের্তৃবৃন্দের নিকট হস্তান্তর করা হয় । বিকাল ৪টায় বগুড়া বিএনপি কার্যালয়ের সামনে প্রথম দফায় নামাজে নিহতের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর তার নিজ বাড়ি ধরমপুরে খেলার মাঠে শাহিনের দ্বিতীয় দফায় নামাজে জানাজার পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

অন্যদিকে এ্যাডভোকেট বারের সদস্য হওয়ায় নিহত এ্যাড: মাহাবুবুল আলম শাহিনের নিহত হবার ঘটনায় বগুড়া জেলা সোমবার আদালত পাড়ায় ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে ।এসময় বগুড়া বারের উদ্যোগে প্রতিবাদ ও শোক সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে। পরে একটি বিক্ষোভ মিছিশ শহর প্রদক্ষিন করে।

উল্লেখ্য, গত রবিবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে বিএনপি নেতা এ্যাড: শাহীন শহরের উপশহর বাজার এলাকায় দাঁড়ানো অবস্থায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলার শিকার হন। এসময় ৮/৯জন সশস্ত্র সন্ত্রাসী সঙ্গবদ্ধ ভাবে তার উপর হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন অংশে ও দু’পায়ে উপর্যুপরি ভাবে ছুরিকাঘাত এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তাকে মৃত ভেবে হামলাকারীরা প্রকশ্যে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তার নরাচরা টের পেয়ে হাসপাতালে নেবার পথে তিনি মারা যান। ঘটনার পর পরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি ক্ষতিয়ে করে দেখা হচ্ছে।

হত্যাকাণ্ডের বিষয় ও আঘাতের ধরণ দেখে পুলিশ ধারনা করছে এটি কোন পেশাদার খুনির কাজ। এ ক্ষেত্রে কিলিং মিশনে অংশ নেয়া খুনিরা কোন পক্ষে ভাড়াটে হিসেবে এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল।

এদিকে একটি সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে ঘটনার পর পর পুলিশের একাধিক টিম রোববার রাতেই বগুড়ার বেশ কয়েকজন সন্দেহ ভাজন ও একাধিক শীর্ষ সন্ত্রাসকে আটক করেছে । একই সাথে খুনের ঘটনায় ঘটনাস্থলের আশেপাশের বাড়িঘর ও স্থাপনার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে খুনিদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে আনুষ্ঠানিক ভাবে পুলিশ কাউকে গ্রেফতারের বা আটকের কথা স্বীকার করেনি।

এদিকে ঘটনার পর প্রায় ২৪ঘন্টা অতিক্রান্ত হতে চললেও হত্যাকান্ডের সাথে জরিতদের সনাক্ত করতে পারেনি পুলিশ। তবে এ ব্যাপারে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) কামরুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ গুরুত্বপূর্ন কিছু তথ্য ভিত্তিতে তাদের তদন্তে বেশ এগিয়েছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে আপাত্বত কোন তথ্য দিতে অপারগতা দেখিয়েছেন এই পুলিশ অধিকর্তা ।

অন্যদিকে একজন ভদ্র ও বিনয়ী মানুষ হিসাবে বিএনপি নেতা এ্যাড: শাহীন হত্যাকান্ডের বিষয়টি কোন অবস্থাতেই মেনে নিতে পারছেন না শহরবাসী। তার এই হত্যাকান্ড ঘটনায় সর্বত্ব তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা অবিলম্বে হত্যাকান্ডের সাথে জরিতদের গ্রেপ্তার দাবী করেছেন।

শেষ খবর পর্যন্ত বিএনপি নেতা এ্যাড: শাহীন হত্যাকান্ডের ঘটনায় থানায় কোন মামলা হয়নি। তবে মামলা প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। নিহত সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড: মাহবুল আলম শাহীন শহরের ধরমপুর এলাকার আনিছুর রহমানের ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়