শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০২:০৬ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী কল্যাণ সচিব বললেন, নববর্ষের প্রেরণায় সবাইকে আত্মনিয়োগ করতে হবে

সুজন কৈরী : নববর্ষ বাঙালির অন্যতম উৎসব। সরকার নববর্ষ ভাতা প্রদান করে নববর্ষের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। তাই নববর্ষের প্রেরণায় সবাইকে দেশপ্রেম ও জনসেবায় আত্মনিয়োগ করতে হবে।
সোমবার সকালে ইস্কাটনের প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নববর্ষের শুভেচ্ছা বিনিময় নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রনালয়ের সচিব রৌনক জাহান একথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, যুগ্মসচিব মো. ফজলুল করিম, যুগ্মসচিব ড. মোজাফফর আহমেদ, যুগ্মসচিব মো. যাহিদ হোসেন, যুগ্মসচিব মো. জাহাংগীর আলম, যুগ্মসচিব মো. মোশাররফ হোসেন, যুগ্মসচিব নাসরীন জাহান, উপসচিব আরিফ আহমদ, উপসচিব আহমদ কবীর, রেহানা ইয়াছমিন, মো. শাহীন, রুমানা রহমান শম্পাসহ মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান এর পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

সচিব আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই নববর্ষ আজ এত ব্যাপকতা লাভ করেছে। তিনি কর্মক্ষেত্রে সবাইকে আরো দায়িত্বশীল এবং পরিবেশ দুষন সর্ম্পকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়