শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:৩২ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসিরের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংককে হারালো শেখ জামাল

নিজস্ব প্রতিবেদক: চলমান ডিপিএলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে প্রথম পর্ব শেষ করেছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। অন্যদিকে লিগে কোনো রকমে খেলে সুপার লিগ নিশ্চিত করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সোমবার দু’দলেই সুপার লিগ খেলতে নামেন। সেই ম্যাচে নাসির হোসেনের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রাইম ব্যাংককের বিপক্ষে ৬ উইকেটের জয় পান শেখ জামাল।

ফতুল্লার খান সাহেব স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামেন শুরুতেই প্রথম লিগে হ্যাট্রিক সেঞ্চুরি করা অধিনায়ক আনামুল হক বিজয়ের উইকেট হারান। তারপর রুবেল মিয়া ও ভারত থেকে আসা নামান ওঝা মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ১২০ রান যোগ করেন। ওঝা ব্যক্তিগত ৪৬ রানে আউট হয়ে যাওয়ার পর ৫ রানের ব্যবধানে রুবেল মিয়া ৬৬ রান করে প্যাভিলিয়ানের পথ ধরেন। এরপর দল আবার বিপর্যয়ে পরে গেলে দু;শ পার করাও কঠিন ছিলো প্রাইম ব্যাংকের জন্য। দলকে খাদের কিনারা থেকে তুলেন আরিফুল হক। তার ৭৪ রানের উপর ভর করে সবকটি উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেন তারা। শেখ জামালের হয়ে ইলিয়াস সানি ও তানিভিন হায়দার তিনটি করে ও সালাউদ্দিন সাকিল দুটি উইকেট নেন।

স্বল্প রানের পুঁজি নিয়ে ব্যাট করতে নেমে নাসিরের অপরাজিত ১১২ রানের সহজ জয় পায় শেখ জামাল। এছাড়া সানি ৬৭ রান করেন। প্রাইম ব্যাংকের হয়ে নাহিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক দুটি করে ভাগ করে নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়