শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ১১:২৭ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফউদ্দিনের বোলিং তোপে শত রানের আগেই থেমে গেলো প্রাইম দোলেশ্বরের ইনিংস

নিজস্ব প্রতিবেদক: ডিপিএলের সুপার লিগের ম্যাচে মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হয় আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। অলরাউন্ডার সাইফউদ্দিনের বোলিং তোপে ৮৬ রানেই গুটিয়ে যায় প্রাইম দোলেশ্বর। ফলে ১৬৫ রানের বিশাল জয় পায় মাশরাফি মুর্তজার দল।

সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচটিতে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানেই উইকেট হারিয়ে বসে আবাহনী। পরে দলকে খাদের কিনার থেকে টেনে তুলেন ওয়াসিম জাফর ও নাজমুল হাসান শান্তর জুটি। এই জুটি ১৪৬ রান করেন। ওয়াসিম ব্যক্তিগত ৭১ রানে আউট হয়ে গেলে ৩২ রানের ব্যবধানে ফিরে যান শান্ত ব্যক্তিগত ৭০ রানে। এর পর দল আবার বিপর্যয়ে পড়ে যায়। মোহাম্মদ মিঠুনের ৪১ ও মাশরাফির ২৪ রানে উপর ভর করে সবকটি উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে পারে। প্রাইম দোলেশ্বরের হয়ে আবু জায়েদ রাহি তিনটি, ফরহাদ রেজা ও সাইফ হাসান দুটি করে এবং আরাফাত সানি একটি করে উইকেট তুলে নেন।

স্বল্প রানের পুঁজি নিয়ে ব্যাট করতে নেমে আবাহনীর বোলার সাইফের তোপে পড়ে প্রাইম দোলেশ্বরের কোনো ব্যাটসম্যানেই দাঁড়াতে পারেনি। দলের হয়ে এক প্রান্তে দাঁড়িয়ে থেকে সতীর্থদের বিধায় দেখেন মাহমুদুল হাসান। তিনি ২৭ রান করে ছিলেন। এছাড়া এনামুল হক জুনিয়র ১৪, সাইফ ১৩ ও ফরহাদ হোসাঈন ১১ রান ছাড়া আর কেউ দু’অঙ্কের ঘরে যেতে পারেননি। আবাহনীর হয়ে সাইফ ছাড়াও সানজামুল ইসলাম দুটি ও নাজমুল ইসলাম, সৌম্য সরকার এবং মেহেদি মিরাজ একটি করে উইকেট পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়