শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ১১:১৮ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের জন্য হুমকির মুখে স্প্যানিশ লিগ

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বে সবচেয়ে জনপ্রিয় লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ। কিন্তু অনেকেই দ্বিমত পোষণ করে লা লিগাকে এগিয়ে রাখছে। যেজন্য ফুটবল বোদ্ধাদের মতে স্প্যানিশ লিগের জনপ্রিয়তা ব্যহত হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের কারনে।

রিয়াল মাদ্রিদের ফরাসি কোচ জিনেদিন জিদান মনে করেন, ইউরোপিয়ান শীর্ষ সারির লিগে লা লিগা বিপদের মুখে নেই কিংবা ধ্বংসের দিকেও যাচ্ছে না। তবে তিনি মনে করেন, ইংলিশ লিগ কিছুটা হলেও স্প্যানিশ লিগকে হুমকি দিয়ে রাখছে।

গত মৌসুমে বিভিন্ন ক্লাবে পাড়ি জমানোর পরে ইংলিশ ক্লাব চেলসি থেকে এডেন হ্যাজার্ড, ফরাসি ক্লাব পিএসজি থেকে নেইমার-এমবাপে কিংবা লিভারপুল থেকে মোহামেদ সালাহকে স্প্যানিশ ক্লাবগুলো নিয়ে আসতে চাইলেও বার বার ব্যর্থ হয়েছে। তাদের বিদায়ের পর স্প্যানিশ লিগ কিছুটা হলেও নিজেদের উজ্জ্বলতা হারিয়েছে।

স্প্যানিশ লিগ নিয়ে জিদান জানান, এটা সম্ভব কারণ, সেখানে ফুটবলের উন্নতির গ্রাফটা উর্ধ্বমুখী। সেখানে ফুটবলের গ্রামার শিখানো হয়। এটা আমাকে কিন্তু অবাক করে না। তারা তো আর এমনিতেই ইউরোপ সেরার সুযোগ করে নেয় না। ওদের ক্লাবগুলো প্রচুর পরিশ্রম করে। কেউ কাউকে ছেড়ে কথা বলে না। ইংলিশ ক্লাবগুলো অভিজ্ঞ কোচদের সুযোগ করে দেয়। কোচরা তাদের দক্ষতা প্রমাণের সুযোগ পায়। খেলোয়াড়রা দক্ষ কোচের অধীনে আরও ক্ষুরধার হয়ে ওঠে।

এতকিছুর পরেও স্প্যানিশ লিগের জনপ্রিয়তার মুখে ইংলিশ প্রিমিয়ারকে হুমকি মনে করছেন এ অভিজ্ঞ কোচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়