শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ১০:১৫ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুর সিটি পার্কে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি ১ কোটি টাকা

আসিফ হাসান কাজল : গত রবিবার বিকালে মিরপুর কাফরুল সিটি পার্কে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে এখনো কোন তথ্য নিশ্চিত দিতে পারেনি ফায়ার সার্ভিস। এই ব্যাপারে ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক আনোয়ার হোসেন খান বলেন তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ সম্পর্কে পরবর্তীতে জানানো হবে।

পুড়ে যাওয়া ৬ তলা ভবনের মালিকের নাম শফিকুল ইসলাম বলে জানা গেছে। শফিকুল ইসলামের ভাগিনা হাবিবুর রহমান (৪০) জানান, এই ভবনে সামরিক বাহিনীর বিভিন্ন সামগ্রী তৈরী করা হত। এসময় তিনি দাবী করেন নূন্যতম ক্ষয়ক্ষতির পরিমান অন্তত ১ কোটি টাকা।

ফায়ার সার্ভিস জানায়, তড়িৎ উপস্থিতির কারণে মিরপুরের সিটি প্লাস ভবনে ছয়তলায় লাগা আগুন ছড়াতে পারেনি। অন্যদিকে, ছুটির দিন বলেই হতাহতের ঘটনা ঘটেনি। তবে, ভবনটির অগ্নি নির্বাপণ ব্যবস্থা দূর্বল। তবে ভবনটিতে আগুন নেভানোর মতো যথেষ্ট প্রস্তুতি ছিলোনা বলে জানান তিনি।

মিরপুর কাফরুল থানার ওসি আসলাম উদ্দিন বলেন, ওই ভবন সিটি প্লাজার দুই জন মালিক রয়েছেন। একজনের নাম নূর উদ্দিন খান অপরজনের নাম নজরুল ইসলাম। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হচ্ছে কি না এমন প্রশ্নে তিনি বলেন এই ঘটনায় থানায় এখনো কোন মামলা বা উপর পর্যায়ের দিকনির্দেশনা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়