শিরোনাম
◈ তাপপ্রবাহ অব্যাহত থাকলে সন্ধ্যায় লোডশেডিং বাড়তে পারে ◈ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও ৫০ বিজিপি সদস্যের অনুপ্রবেশ ◈ ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ◈ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া আজ মন্ত্রিসভায় উঠছে ◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ১০:০৬ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম সুদে ব্যাংকের বদলে ঘরে টাকা রাখতেই জনগণ বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন, কেন্দ্রিয় ব্যাংকের মূল্যায়ন

মো. আল-আমিন : ব্যাংকের বদলে ঘরে টাকা রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন মানুষ। খোদ বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, ১ বছরে এর পরিমাণ বেড়েছে ১৩ দশমিক ৭ ভাগ। যার প্রভাবে ব্যাংকগুলোতে আমানত প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না। ব্যাংকারদের ধারণা, আমানতের সুদ হার কমে যাওয়া আর মুদ্রা পাচার বেড়ে যাওয়ায় এমনটা হচ্ছে। চ্যানেল২৪

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ব্যাংকে মানুষ আমানত তখনই রাখে যখন তারা দেখে তারা তাদের প্রত্যাশিত মুনাফাটা পাচ্ছে। যেহেতু আমাদের ইন্টারেস্ট অত বেশি না, সুতরাং মানুষ ব্যাংকে টাকা রাখছে না। তবে খুশির খবর হচ্ছে ব্যাংক আমানতের সুদ বাড়াচ্ছে। আমানতের সুদ বাড়লে মানুষ ব্যাংকে টাকা রাখতে উৎসাহি হবে।

জানা যায়, ফেব্রুয়ারি ২০১৮ থেকে ফেব্রুয়ারি ২০১৯ সময়ে মাত্র এক বছরের ব্যবধানে ব্যাংক বহির্ভূত টাকার পরিমাণ বেড়েছে ১৭ হাজার ৬২৪ কোটি টাকা। শতকরা হিসেবে যা ১৩ দশমিক ৭৩ ভাগ।

বিষয়টি উদ্বেগজনক ও এর ফলে টাকা পাচারের আশঙ্কা করছেন এবিবির সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান । তিনি আরো বলেন, আমাদের টাকা বেশিরভাগ বাইরে চলে যাচ্ছে। প্রতি বছর অনেক সম্পত্তি বিক্রি হয়, যার প্রকৃত মালিকের বেশির ভাগ বিদেশে থাকে। সুতরাং কোনো না কোনোভাবে সে টাকা বিদেশে চলে যাচ্ছে। তাই আমাদের প্রত্যাশা অনুযায়ী আমানত বাড়ছে না।

অংকের হিসেবে বা সূচকে আমানত প্রবৃদ্ধির প্রভাব পড়ছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে। ফেব্রুয়ারি শেষে যা নেমে এসেছে ১২.৫ শতাংশে। এই প্রবৃদ্ধি দিয়ে চলতি বাজেটের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে মনে করেন অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর।

তিনি আরো বলেন, ব্যবসা বাড়াতে হলে বা ব্যবসার পরিধি বাড়াতে হলে আমাদের টাকার দরকার। আর আমাদের দেশে বেসরকারি ব্যাংকিং খাত থেকে সে টাকাটার বেশির ভাগ জোগান হয়। তাই ব্যাংকিং খাতে আমানতের প্রবাহ কমে গেলে বিনিয়োগের প্রবাহ কমে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়