শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৯, ০৯:৩৪ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাকছে না ব্যান্ডদল এলআরবি!

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি। এ দলটি নিজ হাতে গড়ে তুলেছিলেন প্রয়াত জনপ্রিয় কিংবদন্তি গিটারিস্ট আইয়ুব বাচ্চু। তবে প্রয়াত এই কিংবদন্তির স্বপ্নের দল এলআরবি নামটি মুছে যাচ্ছে! আর থাকছে না দলটির আগের নাম। এলআরবি ব্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে বালাম অ্যান্ড লিগ্যাসি। সোমবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে দলটির ম্যানেজার শামীম আহমেদ।

এ বিষয়ে দলটির ম্যানেজার শামীম আহমেদ বলেন, ‘আইয়ুব বাচ্চুর পরিবার চাচ্ছে, আমরা এলআরবি নাম দিয়ে দলটি আর যাতে এগিয়ে নিয়ে না যায়। আমরা তার পরিবারের প্রতি সম্মান রেখেই এলআরবি রাখছি না। আমরা যেহেতু উনাকে হৃদয় থেকে মুছতে পারবো না। তাই উনার সম্মান রাখতে যা যা করার সবই করবো। উনার পরিবার বাধা না দিলে উনার গানগুলো করবো।’

এখন থেকে এলআরবি ব্যান্ডের জায়গায় বালাম অ্যান্ড লিগেছি ব্যান্ড হয়ে মঞ্চ মাতাতে দেখা যাবে দলটিকে। তবে নাম পরিবর্তনের বিষয়ে পরিবর্তনের সিদ্ধান্ত পরিবার থেকে নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রয়াত আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা এলআরবি নামটি ব্যবহার না করার জন্য বিশেষ অনুরোধ জানান।

এর আগে, ১৪ এপ্রিল ২০১৯ রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকেভাবে পুনর্গঠিত ব্যান্ড এলআরবির নতুন লাইন আপ ঘোষণা করা হয়। সেখানে বালামকে মূল ভোকাল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এদিকে আইয়ুব বাচ্চুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর কেউ তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। কোনো খোঁজখবর নেয়নি। আইয়ুব বাচ্চুর স্মৃতি আর তার ব্যান্ডকে ধ্বংস করার জন্য একটি মহল চেষ্টা করছে।

উল্লেখ্য, ১৯৯০ সালে আইয়ুব বাচ্চুর নিজ হাতে গড়ে তোলেন এলআরবি ব্যান্ড দল। শুরুতে ব্যান্ড দলটির নাম ছিলো ‘লিটল লিভার ব্যান্ড’ (এলআরবি)। এরপর ১৯৯৭ সালে নামের পরিবর্তন আসে। পরিবর্তন এসে নাম হয় ‘লাভ রানস ব্যান্ড’ (এলআরবি)। পরবর্তী সময়ে আরও সমৃদ্ধ করেন দলটি। উপহার দিয়েছেন দর্শকদের অসংখ্যা জনপ্রিয় ও নিরীক্ষামূলক গান! যা বাংলা ব্যান্ড সংগীতকে নিয়ে যায় অনন্য এক উচ্চতায়।

প্রসঙ্গত, গত বছর ১৬ অক্টোবর রংপুরে শেষ কনসার্ট করে আইয়ুব বাচ্চু ও এলআরবি। ১৭ অক্টোবর ঢাকায় ফিরেন তিনি। এরপর ১৮ অক্টোবর নিজ বাসায় হার্ট অ্যাটাক করলে তাকে সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে সকাল সাড়ে ৯টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়